Lover Boy: গার্লফ্রেন্ডকে ‘ইম্প্রেস’ করতে প্রাণের মায়া ত্যাগ করে বাঘের খাঁচায়! ভ্যালেন্টাইন উইকে মারাত্মক কাণ্ড

Tiger Case: ভিডিয়োতে দেখা যায় যুবক খাঁচার ভিতরে ঢোকার চেষ্টা করছে। বাঘটিও তার দিকে ধেয়ে যাচ্ছে। হামলার চেষ্টাও করে। একসময়, যুবকের পা কিছুটা স্লিপ করে যায়। তারপর ধরা পড়ে যান তিনি।

Lover Boy: গার্লফ্রেন্ডকে ইম্প্রেস করতে প্রাণের মায়া ত্যাগ করে বাঘের খাঁচায়! ভ্যালেন্টাইন উইকে মারাত্মক কাণ্ড
Image Credit source: TV9 Network

Feb 10, 2025 | 7:50 PM

আহমেদাবাদ: ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে। প্রেমিক বা প্রেমিকাকে ফুল, চকোলেট বা টেডি দিয়ে চমকে দিচ্ছেন অনেকেই। কিন্তু এই প্রেমিক তো সত্যিই অর্থেই প্রেমিকার জন্য পাগল! নাহলে প্রেমিকাকে মুগ্ধ করতে নিজের প্রাণের মায়া পর্যন্ত ত্যাগ করা সম্ভব!

প্রেমে পাগল হয়ে একেবারে বাঘের ঠিক সামনে গিয়ে হাজির হলেন এক যুবক। গুজরাটের আহমেদাবাদের কানকারিয়ার একটি চিড়িয়াখানার ঘটনা। একটি গাছ বেয়ে সোজা উঠে যান প্রথমে। তারপর বাঘের খাঁচায় নেমে যাওয়ার চেষ্টা করেন। তবে বাঘের একেবারে সামনে পড়ে যাওয়ার আগেই ধরা পড়ে যান তিনি। চিড়িয়াখানার কর্মীরা আটকে দেন তাঁকে।

২৬ বছর বয়সী ওই যুবক বাঘের খাঁচায় নেমে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে। ওই যুবক মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা। বর্তমানে রাখিয়ালে থাকেন তিনি। তাঁর বাঘের খাঁচায় প্রবেশ করার ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে।

ভিডিয়োতে দেখা যায় যুবক খাঁচার ভিতরে ঢোকার চেষ্টা করছে। বাঘটিও তার দিকে ধেয়ে যাচ্ছে। হামলার চেষ্টাও করে। একসময়, যুবকের পা কিছুটা স্লিপ করে যায়। তারপর ধরা পড়ে যান তিনি। সময়মতো কর্মীরা ছুটে গিয়ে যুবককে উদ্ধার করে। প্রাণে বেঁচে যান ওই যুবক।

ঘটনার পর মণিনগর থানায় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দ্রুত তাঁর বিরুদ্ধে আরও ব্যবস্থা নিচ্ছে।