Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhya Pradesh: ‘চাইলে তোদের দু’জনক মেরে দিতে পারতাম, কিন্তু তুই তো আমার মেয়ে…’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী বাবা

Madhya Pradesh: পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকাতেই তার একটি ওষুধের দোকান ছিল। ১৫ দিন আগে তার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তাদেরই এক প্রতিবেশীর সঙ্গে বিয়ে করে। মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ করে থানায় দ্বারস্থ হয়েছিলেন সঞ্জু।

Madhya Pradesh: 'চাইলে তোদের দু'জনক মেরে দিতে পারতাম, কিন্তু তুই তো আমার মেয়ে...', সুইসাইড নোট লিখে আত্মঘাতী বাবা
প্রতীকী ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Apr 13, 2025 | 8:09 PM

ভোপাল: পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে মেয়ে। সেই ঘটনার পর থেকেই মূর্চ্ছা গিয়েছিল বাবা। অবশেষে স্নায়ু চাপ সহ্য করতে না পেরে হলেন আত্মঘাতী। ঘটনা মধ্যপ্রদেশের গাওলিওরের। বুধবার রাতে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন সঞ্জু জয়সওয়াল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকাতেই তার একটি ওষুধের দোকান ছিল। ১৫ দিন আগে তার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তাদেরই এক প্রতিবেশীর সঙ্গে বিয়ে করে। মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ করে থানায় দ্বারস্থ হয়েছিলেন সঞ্জু। পুলিশ তদন্তে নেমে প্রকাশ্যে আনে পালিয়ে বিয়ের কথা। এমনকি, ইন্দোর থেকে ওই নব্য দম্পতিকেও উদ্ধার করে আনে তারা। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে আইনী পথে যেতে পারেননি সঞ্জু।

পরিবারের দাবি, বুধবার নিজের ঘরেই ছিলেন সঞ্জু। হঠাৎ করে মধ্যরাতের দিকে বিরাট আওয়াজ শোনা যায়। যথারীতি সেই শব্দ শুনে তার ঘরের দিকে এগিয়ে যায় বাকি সদস্যরা। দরজা খুলে ঘরে ঢুকতেই দেখা যায় রক্তারক্তি কাণ্ড। হইচই পড়ে যায় বাড়িতে। ছুটে আসে প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশকে। তার মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।

পুলিশ সূত্রে খবর, সেই নোটেও সঞ্জু নিজের মেয়ের বিয়ের কথা লিখে যান। তিনি লিখেছেন, ‘হর্ষিতা, তুই ভুল করেছিস। আমি চলে যাচ্ছি। আমি চাইলে তোদের দু’জনকে মেরে ফেলতে পারতাম। কিন্তু তুই তো আমার মেয়ে, এটা কীভাবে করি বলতো?’