Emergency Landing of Helicopter: মাঝ আকাশে বিভ্রাট, জরুরি অবতরণ মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের
Emergency Landing of Helicopter: প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি অবতরণ করা হল মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হেলিকপ্টারের। এখন সড়কপথে গন্থব্যের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
ছবি সৌজন্যে: ANI
ভোপাল: মানাওয়ারে জরুরি অবতরণ করানো হল মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী (Madhya Pradesh CM) শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) হেলিকপ্টার। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, তাঁর কপ্টারে কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়। তারপরেই জরুরি অবতরণ করানো হয় তাঁর বিমান। মানাওয়ার থেকে ধরের উদ্দেশে যাচ্ছিলেন শিবরাজ। তবে হেলিকপ্টারে ত্রুটির কারণে সড়কপথেই ধরে যাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, ২৩ সালের নভেম্বরে নির্বাচন মধ্য প্রদেশে। তাই এখন থেকেই বিভিন্ন জনসভায় ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে মধ্য প্রদেশ বিধানসভার ২৩০ টি আসনের মধ্যে ১১৪ টি জিতে একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয়েছিল কংগ্রেস। যেখানে বিজেপির ঘরে গিয়েছিল ১০৯ টি আসন। এসপি, বিএসপি ও কয়েকজন নির্দল বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল কংগ্রেস। তবে ২০২০ সালেই মধ্য প্রদেশ কংগ্রেসের ঘরে ভাঙন ধরে। ২২ জন কংগ্রেস বিধায়ক সহ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগদান করেন। তারপর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কংগ্রেস নেতা কমল নাথ। বিজেপি সরকার গড়ে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবরাজ সিং চৌহান। এদিকে ২০২০ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে ২৮ টি আসনের মধ্যে ১৯ টি আসনেই জেতে বিজেপি।