
ইন্দোর: বৈবাহিক ধর্ষণের মামলায় নিম্ন আদালতের রায় বহাল রেখে এক ব্যক্তি বেকসুর খালাস করল মধ্যপ্রদেশ আদালত। বিচারপতি বিনোদ কুমার দ্বিবেদীর ইন্দোর বেঞ্চে উঠেছিল এই মামলা। সেখানেই এমন রায় আদালতের। পাশাপাশি, বিচারপতির পর্যবেক্ষণ, বৈবাহিক ধর্ষণকে ভারতীয় সংবিধানের অপরাধমূলক ধারায় গণ্য করা হয় না। তাই এই নির্দেশ।
এই মামলার সূত্রপাত নিম্ন আদালত থেকে। সে রাজ্যের একটি নিম্ন আদালতে সর্বপ্রথম স্বামীর বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণ-সহ পণ নেওয়া ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রী। কিন্তু উভয়পক্ষের যুক্তি-তর্ক শোনার পরেই অভিযুক্ত রেহাই দেয় আদালত। নিম্ন আদালতের সেই রায়কেই চ্য়ালেঞ্জ করে উচ্চ আদালতে দ্বারস্থ হন স্ত্রী। কিন্তু সেখানেও ধাক্কা।
উল্লেখ্য, বৈবাহিক ধর্ষণ ভারতীয় আইনবিধি অনুযায়ী অপরাধ হিসাবে গণ্য হবে কি না সেই গতবছরই সুপ্রিম কোর্টে আবেদন জমা করেছিল খোদ কেন্দ্র সরকার। সেই আবেদন পত্রে বলা হয়, বর্তমানে দেশে যে ধর্ষণ-বিরোধী আইন আছে, সেটাই যথেষ্ট। আলাদা করে বৈবাহিক ধর্ষণ-বিরোধী আইন প্রয়োজন নেই। হলফনামায় কেন্দ্র আরও বলে, এই বিষয়টা যতটা না আইনি ইস্যু, তার চেয়েও বেশি সামাজিক। সব রাজ্য বা সংশ্লিষ্ট আইন বিভাগের সঙ্গে আলোচনা ছাড়া এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিবাহ হওয়ার পর এই ধরণের অভিযোগ উঠলে সমাজে অন্যরকম প্রভাব পড়বে।