
ভোপাল: রাশ রইল সিন্ধিয়াদের হাতেই। তাও আবার একটা প্রজন্ম নয়। পরপর টানা তিনটি প্রজন্ম ধরে। শনিবার মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু সেই পদের জন্য মহানার্যমান সিন্ধিয়া ছাড়া আর কেউই মনোয়ন জমা দেননি। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চলেছেন তিনি।
কে এই মহানার্যমান সিন্ধিয়া?
সিন্ধিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম। যাদের রাজনৈতিক পরিচয় নিয়ে আলাদা করে কিছুই বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার নাতি এবং জ্যোতিরাদিত্য় সিন্ধিয়ার পুত্র মহানার্যমান সিন্ধিয়া। এর আগে মধ্য প্রদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থেকেছেন মহানার্যের বাবা ও দাদুও। আর যেন পারিবারিক প্রথা মেনেই তিনিও নেমে পড়লেন সেই পথেই। বলে রাখা ভাল, মহানার্যমান বিদেশ ফেরত। লন্ডনের স্কুল অব ইকনমিকস থেকে নিজের স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে ফের দেশে ফিরে এসেছেন তিনি। নেমে পড়েছেন পরিবারের দেখানো পথেই।
কবে হবে নির্বাচন?
শনিবার অর্থাৎ আজ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আগামী ২রা সেপ্টেম্বর রয়েছে নির্বাচন। যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে যেতে চলেছে মহানার্যমান সিন্ধিয়া এবং হতে চলেছেন মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনিষ্ঠ সভাপতি। তবে শুধুই মহানার্যমান নয়। এই একই সময়কালে সভাপতি ছাড়াও হতে চলেছে সহ-সভাপতি, সচিব ও ট্রেজারির নির্বাচন। সেখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যেতে চলেছেন বিনীত সেঠিয়া, সুধীর আসনানি এবং সঞ্জয় দুয়া।