BMC Election: কার হাতে BMC, ফল ঘোষণা আজই, মুম্বই থেকে পুনে, শুরুতেই সর্বত্র এগিয়ে বিজেপি

মুম্বইতে মোট ২৩ টি গণনাকেন্দ্র রাখা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা এবং আদর্শ আচরণবিধি মেনে গণনা প্রক্রিয়া চলছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে ট্রাফিক সবক্ষেত্রেই প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে। এবার ধাপে ধাপে গণনা চলবে বলে জানা গিয়েছে। তাই এখনও সব আসনের ট্রেন্ড জানা যাবে না।

BMC Election: কার হাতে BMC, ফল ঘোষণা আজই, মুম্বই থেকে পুনে, শুরুতেই সর্বত্র এগিয়ে বিজেপি

Jan 16, 2026 | 11:18 AM

আজ শুক্রবার বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন বিএমসি নির্বাচনের ফল ঘোষণা হবে। সকাল ১০টা থেকে শুরু হয়েছে গণনা। বৃহস্পতিবার ২২৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়েছে। ভোট পড়েছে ৫২.৯৪ শতাংশ। আজ গণনা শুরু হওয়ার পর প্রাথমিক ট্রেন্ডে জানা যাচ্ছে, মুম্বই, পুনে এবং সোলাপুরে বিজেপি ও তাদের শরিক দল এগিয়ে রয়েছে। বিজেপি ৫০-এরও বেশি আসনে এগিয়ে গিয়েছে শুরুতেই।

সব আপডেট একনজরে

  1. গণনা শুরু হওয়ার পর যে আপডেট এসেছে, তাতে জানা যাচ্ছে বিজেপি জোট ৪৯টি আসনে এগিয়ে রয়েছে। উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে এগিয়ে রয়েছে মোট ৩১টি আসনে। এর মধ্যে উদ্ধবের শিব সেনা এগিয়ে ২৮টি আসনে আর রাজ ঠাকরের নবনির্মাণ সেনা ৩টি আসনে লিড করছে।
  2. বিএমসি-র বার্ষিক বাজেট থাকে মোট ৭৪ হাজার কোটির বেশি। এই নির্বাচনে প্রার্থী সংখ্যা ১৭০০। চার বছর বিলম্ব হওয়ার পর প্রায় ৯ বছর বাদে ভোটগ্রহণ হয়েছে মুম্বইয়ের পুর নিগমে।
  3. ২০১৭ সালে শেষবার নির্বাচন হয়েছিল বিএমসি-তে। সেই সময় শিবসেনা তাদের অধিকার বজায় রেখেছিল।
  4. মুম্বই, পুনে ছাড়াও নভি মুম্বই, কল্যাণ-দম্বভলি, কোলাপুর, নাগপুর, সোলাপুর, অমরাবতী, নাসিক, থানে, মালেগাঁও, লাতুর, ধুলে সহ সব জায়গায় গণনা শুরু হয়েছে।