মহারাষ্ট্র : কর্মস্থলে ‘কমফোর্ট’ নয়, ‘কালচার’ জরুরি। সরকারি কর্মক্ষেত্রগুলিতে কার্যত এই মর্মেই জিনস-টিশার্টের উপর নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র(Maharashtra) সরকার। পাশাপাশি, পেশ করা হল একটি বিকল্প পরিধেয়(Dress Code) তালিকাও।
আরও পড়ুন : সোনিয়া-মনমোহনের বিরুদ্ধে বিস্ফোরক প্রণব মুখোপাধ্যায়ের বই
বুধবার, মহারাষ্ট্রের(Maharashtra) প্রশাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দফতর গুলিতে দেখা গিয়েছে, অনেক কর্মীই বিশেষ করে চুক্তিবদ্ধ কর্মীরা জিন্স-টিশার্টের মতো পোশাক পরে আসছে। যা সরকারি কর্মস্থলের রুচির পরিপন্থী। সরকারকে সাধারণ মানুষের জন্য কাজ করতে হয়। এই ধরনের পোশাক মানুষের মনে সরকারি কর্মী সম্পর্কে ঋণাত্মক মনোভাব তৈরি করে।’ বিবৃতিতে আরও জানানো হয়, কর্মস্থলে মহিলাদের শাড়ি বা সালোয়ার কামিজ পরতে হবে। প্রয়োজনে কুর্তা পরা যাবে। পুরুষদের ক্ষেত্রে অফিস শার্ট ও প্যান্ট বাধ্যতামূলক। সপ্তাহে কমপক্ষে একদিন বিশেষ করে শুক্রবার খাদির পোশাক পরতে হবে।
আরও পড়ুন: ‘জানেন, মমতা কী অবস্থা করেছে’? অমিতাভ বচ্চনের শাশুড়ির দুয়ারে বিজেপি
নানা রঙের নানা কাজ করা পোশাক-সহ, মহিলাদের ক্ষেত্রে পায়ে স্লিপারেও ‘না’ জানিয়েছে প্রশাসনিক মহল। পরিষ্কার পরিচ্ছন্ন ‘ইউনিফর্ম’-ই(Dress Code) সরকারি কর্মক্ষেত্রের ‘ইউনিকোড’। তবে, সরকারের এ ধরনের পরিধেয় নির্দেশিকাকে ‘ফতোয়ার’ সঙ্গে তুলনা করেছেন বিভিন্ন মহলের একাংশ।