Maharashtra: সরকারি অফিসে মারাঠিতে কথা বলতে হবে কর্মীদের, না হলেই পদক্ষেপ, জানিয়ে দিল ফড়ণবীস সরকার

Maharashtra: সরকারি অফিসের কর্মীরা এই নির্দেশিকা না মানলে কী ব্যবস্থা নেওয়া হতে পারে, তাও বলা হয়েছে রেজোলিউশনে। বলা হয়েছে, এই নির্দেশিকা না মানলে সরকারি নিয়মভঙ্গ হিসেবে ধরা হবে। সাধারণ মানুষ সরকারি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।

Maharashtra: সরকারি অফিসে মারাঠিতে কথা বলতে হবে কর্মীদের, না হলেই পদক্ষেপ, জানিয়ে দিল ফড়ণবীস সরকার
মহারাষ্ট্রে সব সরকারি অফিসে মারাঠি ভাষা বাধ্যতামূলক করল ফড়ণবীস সরকার

Feb 04, 2025 | 8:19 AM

মুম্বই: এবার থেকে মহারাষ্ট্রের সব সরকারি অফিসে মারাঠি ভাষার ব্যবহার বাধ্যতামূলক। সোমবার এক সরকারি রেজোলিউশন জারি করে একথা জানিয়ে দিল মহারাষ্ট্রের ফড়ণবীস সরকার। মারাঠি অস্মিতাকে সামনে রেখে মহারাষ্ট্র সরকার জানাল, রাজ্যের সব সরকারি, আধা সরকারি অফিসে আসা লোকজনের সঙ্গে কর্মীদের মারাঠি ভাষায় কথা বলতে হবে। মহারাষ্ট্র সরকারের অধীনে থাকা কর্পোরেশন ও অন্যান্য অফিসেও এই নিয়ম মানতে হবে কর্মীদের।

ভিনরাজ্যের বাসিন্দাদের সঙ্গেও কি মহারাষ্ট্রের সরকারি অফিসের কর্মীরা মারাঠি ভাষায় কথা বলবেন? কী বলা হয়েছে সরকারি ওই রেজোলিউশনে? এখানে অবশ্য ছাড় দেওয়া হয়েছে কর্মীদের। বলা হয়েছে, মারাঠি ভাষীদের সঙ্গে মারাঠিতে কথা বলা বাধ্যতামূলক। কিন্তু, ভিনরাজ্যের বাসিন্দা এবং বিদেশি নাগরিকদের সঙ্গে মারাঠিতে কথা বলা বাধ্য়তামূলক নয়।

সরকারি অফিসের কর্মীরা এই নির্দেশিকা না মানলে কী ব্যবস্থা নেওয়া হতে পারে, তাও বলা হয়েছে রেজোলিউশনে। বলা হয়েছে, এই নির্দেশিকা না মানলে সরকারি নিয়মভঙ্গ হিসেবে ধরা হবে। সাধারণ মানুষ সরকারি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। আর অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থায় যদি অভিযোগকারী সন্তুষ্ট না হন, তিনি মহারাষ্ট্র বিধানসভার মারাঠি ভাষা কমিটির কাছে অভিযোগ জানাতে পারবেন।

সরকারি এই রেজোলিউশনে আরও বলা হয়েছে, সরকারি অফিসের কম্পিউটারের কী বোর্ডে রোমান আলফাবেটের পাশাপাশি মারাঠি দেবনগরী আলফাবেটও থাকতে হবে। অফিসে সাইনবোর্ডও থাকবে মারাঠি ভাষায়।