Mahua Moitra: ‘বিজেপি আমাকে ডাকবে’, কেন এমন দাবি করলেন মহুয়া?

Mahua Moitra: একটি প্রশ্ন করার জন্য টাকা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখে এথিক্স কমিটি। পরে লোকসভায় পেশ হয় এথিক্স কমিটির রিপোর্ট। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছিল সেই কমিটি।

Mahua Moitra: বিজেপি আমাকে ডাকবে, কেন এমন দাবি করলেন মহুয়া?
মহুয়া মৈত্র (ফাইল ফোটো)

Feb 14, 2024 | 10:28 PM

নয়া দিল্লি: খুব শীঘ্রই বিজেপি তাঁকে দলে নিতে চাইবে, এমনই দাবি করেছেন লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিছুদিন আগে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে তাঁকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। প্রাক্তন সাংসদকে ঘিরে উত্তাল হয়েছে রাজনীতি। একযোগে মহুয়ার পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলগুলি। সেই মহুয়াকে কি সত্যিই বিজেপি তাদের দলে নিতে চাইবে? লোকসভা নির্বাচনের আগে তাঁর এই দাবি ঘিরে জল্পনা বেড়েছে, তবে এ কথা তিনি কেন বলেছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল নেত্রী।

এক্স মাধ্যমে মহুয়া মৈত্র দাবি করেছেন, যাঁদের বিজেপি দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করেছে বারবার, তাঁদেরই আবার দলে নিয়েছে। তিনি লিখেছেন, ‘আমি তো ভেবেছিলাম রামলালা ৪০০টি আসনের দায়িত্ব নিয়ে নিয়েছে। তাহলে কেন বিজেপি সেই সব নেতাদের আনছে যারা দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে।’ সে কারণেই তিনি মনে করছেন, তাঁকেও দলে টেনে নিতে চাইবে বিজেপি। তবে কাদের দলে নেওয়ার কথা বলতে চাইছেন, তা উল্লেখ করেননি মহুয়া।

টাকার বিনিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখে এথিক্স কমিটি। পরে লোকসভায় পেশ হয় এথিক্স কমিটির রিপোর্ট। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছিল সেই কমিটি। সেই সুপারিশ অনুযায়ী মহুয়াকে বহিষ্কার করা হয়। খারিজ হয়ে যায় তাঁর সাংসদ পদ।