Mamata Banerjee-Congress: ‘মমতার সঙ্গে কথা হয়েছে খাড়্গের’, বাংলায় জোট জল্পনার মধ্যেই বললেন জয়রাম

Mamata Banerjee-Congress: আগামী কয়েকদিনে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। আর কংগ্রেস চায়, সেই যাত্রায় অংশ নিন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মিনিটের জন্য হলেও রাহুলের পাশে যেন গিয়ে দাঁড়ান মমতা, সেই অনুরোধই করেছে কংগ্রেস। সংবাদসংস্থা PTI-কে জয়রাম রমেশ বলেন, মমতার সঙ্গে কথা বলেছেন খাড়্গে।

Mamata Banerjee-Congress: মমতার সঙ্গে কথা হয়েছে খাড়্গের, বাংলায় জোট জল্পনার মধ্যেই বললেন জয়রাম
মমতাকে ফোন খাড়গেরImage Credit source: GFX- TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 26, 2024 | 10:28 PM

নয়া দিল্লি: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, ভোটের আগে অন্তত বাংলায় কোনও জোটে তিনি নেই। লোকসভা নির্বাচনে বাংলার সবকটি আসনে একাই লড়বে তৃণমূল। আসন ভাগাভাগি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। কিন্তু কংগ্রেস যে মমতাকে জোটে রাখতে মরিয়া, তা স্পষ্ট হয়ে যাচ্ছে নেতাদের কথায়। কংগ্রেস নেতা জয়রাম রমেশ আগেই বলেছেন মমতাকে ছাড়া জোট অসম্ভব। আর এবার সেই রাজনৈতিক জল্পনার মাঝেই তৃণমূল সুপ্রিমো মমতা ফোন করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সংবাদসংস্থা PTI-কে বললেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তবে শুক্রবার রাজভবনে এক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেন, খাড়্গের ফোন তিনি পাননি।

বৃহস্পতিবার থেকে রাহুল গান্ধীর ভারত জোড় ন্য়ায় যাত্রা শুরু হয়েছে বাংলায়। অসম থেকে বাংলায় এসেছেন রাহুল। আগামী কয়েকদিনে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। আর কংগ্রেস চায়, সেই যাত্রায় অংশ নিন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মিনিটের জন্য হলেও রাহুলের পাশে যেন গিয়ে দাঁড়ান মমতা, সেই অনুরোধই করেছে কংগ্রেস। খাড়গের সঙ্গে মমতার কথোপকথনের কথা সামনে এনেছেন জয়রাম রমেশ।

সংবাদসংস্থা PTI-কে জয়রাম রমেশ বলেন, আমাদের লক্ষ্য ইন্ডিয়া জোট গঠন করে বিজেপিকে হারানো। মমতাকে ছাড়া আমরা বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়তে পারব না। ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য অংশ তিনি। বিরোধী জোটের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে মমতার বড় ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, মমতা সম্প্রতি সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের সব প্রস্তাব ওরা প্রত্যাখ্যান করছে। তাই আমরা জোটে থাকছি না। বাংলায় সব আসনে একা লড়ব। জোটের কথা ভোটের পর ভাবা যাবে।’ তবে এই দ্বন্দ্বে অস্বস্তিতে পড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মমতা যখন কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলছেন, তখন পাল্টা জবাব দিতে ছাড়ছিলেন না অধীরও। কিন্তু কংগ্রেসের দিল্লির নেতারা মমতার প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন। তাই আপাতত যে কোনও প্রশ্নে দিল্লির কোর্টেই বল ঠেলে দিচ্ছেন অধীর।