Mamata-Abhishek: চলতি মাসে ফের মেঘালয় সফরে অভিষেক, যেতে পারেন মমতাও

গত মাসেই মেঘালয় সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বিমানবন্দরে পা দেওয়ার পরই সেখানকার বাসিন্দাদের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত হয়ে যান তৃণমূল সুপ্রিমো।

Mamata-Abhishek: চলতি মাসে ফের মেঘালয় সফরে অভিষেক, যেতে পারেন মমতাও
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2023 | 5:10 AM

কলকাতা: এবার পাখির চোখ মেঘালয়! ফের মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত, মেঘালয়ে বিধানসভা নির্বাচনে জোরকদমে প্রচারের লক্ষ্যেই মেঘালয় সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারেও অভিষেকের সঙ্গে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মেঘালয় সফরে যাবেন বলে সূত্রের খবর।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ জানুয়ারি দু-দিনের মেঘালয় সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবারের মতো এবারেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেঘালয় সফরে যাবেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ডিসেম্বরে শিলংয়ে সভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার তিনি গারো পাহাড় এলাকায় জনসভা করবেন বলে সূত্রের খবর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গারো, খাসি সহ মেঘালয়ের উপজাতি সহ সমগ্র রাজ্যবাসীর মন জিততে মরিয়া তৃণমূল নেতৃত্ব।

প্রসঙ্গত, গত মাসেই মেঘালয় সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বিমানবন্দরে পা দেওয়ার পরই সেখানকার বাসিন্দাদের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত হয়ে যান তৃণমূল সুপ্রিমো। তারপর শিলংয়ে কর্মীসভা থেকে মেঘালয়ের জনগণকে তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়ার বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। নাম না করে বিজেপি-কে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো জানান, তাঁরা মেঘালয়ের মানুষের অধিকার ছিনিয়ে নিতে নয়, অধিকার ফিরিয়ে দিতে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাই, বন্ধু হিসাবে সর্বদা তাঁদের পাশে থাকবেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তাঁর দল ক্ষমতায় এলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার-এর মতো মেঘালয়েও মহিলাদের হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। শিলংয়ের রাস্তায় হাঁটতে বেরিয়ে নিজস্ব ভঙ্গিতে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে বলা যায়, গত মাসেই মেঘালয়য় সফরে গিয়ে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়ে এসেছেন মমতা-অভিষেক। এবার দলের নির্বাচনী প্রস্তুতি এবং সংগঠনের অবস্থা আরও একবার ঝালিয়ে নিতেই তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব মেঘালয় পাড়ি দিচ্ছেন বলে রাজনৈতিক মহলের অনুমান।

যদিও জানুয়ারিতে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি মেঘালয় যাবেন বলে সেবারেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার মেঘালয় তৃণমূলের সভাপতি চার্লস পাইনগ্রোপ এবং দলের নেতা মুকুল সাংমা দলনেত্রীকে জানুয়ারি মাসেই আবার সেখানে যাওয়ার অনুরোধ করেন। তার পরিপ্রেক্ষিতেই চলতি মাসে গঙ্গাসাগর মেলার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের মেঘালয় পাড়ি দিচ্ছেন বলে তৃণমূল সূত্রের খবর।