Crime: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন, এমন করবেন কেউ ভাবেননি…

Crime: নয়ডার ডেপুটি কমিশনার অব পুলিশ রামবদন সিং বলেন, "খবর পাওয়ার পরই আমাদের টিম ও ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।"

Crime: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন, এমন করবেন কেউ ভাবেননি...
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন ধৃত ব্যক্তিImage Credit source: Social Media

Apr 05, 2025 | 5:39 PM

নয়ডা: বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সন্দেহে স্ত্রীর মাথায় হাতুড়ি মেরে খুনের অভিযোগ উঠল এক ব্য়ক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডায়।

মৃত মহিলার নাম আসমা খান(৪২)। অভিযুক্ত ব্য়ক্তির নাম নুরুল্লা হায়দার (৫৫)। পুলিশ জানিয়েছে, ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়। দম্পতির দুই সন্তান রয়েছে। এক পুত্র ও এক কন্যা। বছর উনিশের পুত্র বিটেকের পড়ুয়া। আর কন্যা ক্লাস এইটে পড়েন।

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসমা নয়ডার সেক্টর ৬২-তে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। এর আগে দিল্লিতে থাকতেন আসমা। অভিযুক্ত নুরুল্লাও ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। তাঁর বাড়ি বিহারে। বর্তমানে কর্মহীন নুরুল্লা।

পুলিশ জানিয়েছে, ওই দম্পতির পুত্র প্রথমে ১১২ নম্বরে ফোন করে ঘটনার কথা জানান। নয়ডার ডেপুটি কমিশনার অব পুলিশ রামবদন সিং বলেন, “খবর পাওয়ার পরই আমাদের টিম ও ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হায়দার সন্দেহ করতেন, তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। মৃতের এক আত্মীয় বলেন, “আসমার মেয়ে আমাদের ফোন করে সব জানায়। আসমা ও হায়দারের মধ্যে প্রায়ই ঝগড়া হত। কিন্তু, হায়দার এমন করবে, আমরা ভাবতেই পারছি না।”