Pak Spy: গুজরাট থেকে পাকিস্তানি চর সন্দেহে গ্রেফতার ১

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে দীপক কিশোর গ্রেফতার হলেও সে আদতে গুজরাটেরই বাসিন্দা। সুরাটের ভুবনেশ্বরী নগরের বাসিন্দা দীপক কিশোর। তার নিজস্ব একটি দোকান রয়েছে।

Pak Spy: গুজরাট থেকে পাকিস্তানি চর সন্দেহে গ্রেফতার ১
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 8:03 PM

সুরাট: ফের গুজরাট থেকে গ্রেফতার পাকিস্তানি চর! মঙ্গলবার গুজরাটের সুরাট থেকে পাক-চর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর হয়ে কাজ করছিল বলে গুজরাট পুলিশ সূত্রের খবর।

গুজরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম দীপক কিশোর ভাই সালুনখে। পুনের সাউদার্ন আর্মি কমান্ডের গোয়েন্দা বিভাগের দেওয়া খবরের ভিত্তিতে সুরাটের ডায়মন্ড সিটি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে দীপক কিশোর গ্রেফতার হলেও সে আদতে গুজরাটেরই বাসিন্দা। সুরাটের ভুবনেশ্বরী নগরের বাসিন্দা দীপক কিশোর। তার নিজস্ব একটি দোকান রয়েছে। ওই দোকানের আড়ালেই দীপক কিশোর পাকিস্তানি চরবৃত্তি করত বলে অভিযোগ।

সূত্রের খবর, দীপক কিশোর সালুনখে টাকার বদলে এদেশের সরকারি আধিকারিক এবং নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে প্রদান করার কাজ করত বলে অভিযোগ। “পাকিস্তানের দুই সোশ্যাল হ্যান্ডলার, হামিদ এবং কাশিফের সঙ্গে সালুনখের যোগাযোগ ছিল এবং তাদেরই সালুনখে সমস্ত তথ্য প্রদান করত” বলে বিশেষ সূত্রের দাবি জানানো হয়েছে।

গুজরাট পুলিশের এক আধিকারিক জানান, গোয়েন্দা সংস্থার দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এই আইএসআই এজেন্টকে গ্রেফতার করা হয় এবং তাকে গুজরাট পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বরে আহমেদাবাদ থেকে ISI চর সন্দেহে এরক বল্যক্তিকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। আব্দুল ওয়াহাব পাঠান নামে ওই ব্যক্তি মূলত ভারতীয় সেনা ও সেনা আধিকারিকদের তথ্য পাক গোয়েন্দা সংস্থাকে প্রেরণ করত বলে অভিযোগ। সে ISI আধিকারিকদের পাকিস্তানে ভারতীয় সিম কার্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যাবহার করতে সাহায্য করত বলেও পুলিশি তদন্তে জানা যায়।