
রাজস্থান: পিতাপুত্রের সম্পর্কের অঙ্ক যে এতটা কঠিন হতে পারে, রাজস্থানের বিকানেরের ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বাবার হাতে ১০ বছরের ছেলের মর্মান্তিক পরিণতি হল। এরপর বাবারও মৃত্যু। বাবার হাত ধরে ঘুরতে বেরিয়েছিল ছেলে। ছেলেকে একটি পুকুরের ধারে নিয়ে যান বাবা। অভিযোগ, সেখানেই ছেলেকে ধাক্কা মারেন ওই ব্যক্তি। পুকুরে পড়ে শিশুটি উঠে আসার চেষ্টা করলে বাবা জলে নামেন। অভিযোগ, ছেলেকে আরও গভীর জলের দিকে ঠেলে দেন তিনি।
জিতেন্দ্র ওঝা নামে ওই ব্যক্তি এরপর আত্মহত্যা করেন। কেন এই ঘটনা তা স্পষ্ট নয়। জিতেন্দ্রর স্ত্রী জানান, ছেলেকে নিয়ে স্বামী বেরিয়েছিলেন। তিনি ফোন করায় জিতেন্দ্র বলেছিলেন, ১৫-২০ মিনিটের মধ্যে চলে আসবেন। এরপরই মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
পুলিশের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। সেখানে দেখা গিয়েছে, বাঁধানো পুকুর ঘাটে বাবার সঙ্গে এসে দাঁড়ায় ছেলেটি। হঠাৎই তাকে তুলে জলে ফেলে দেন বাবা। এদিকে ছেলেটি তখন একেবারে সামনেই পড়ে। তাই বাবা আবার একটু নেমে এসে ছেলেটিকে ঠেলে দেন। অনবরত খাবি খাচ্ছে ছেলে, তা দাঁড়িয়ে দেখছেন বাবা। এরপর হঠাৎই জলে ঝাঁপ দেন ওই ব্যক্তি। ছেলেকে চেপে ধরে মাঝ পুকুরের দিকে যেতে থাকেন সাঁতরে। এই খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন জিতেন্দ্রর স্ত্রী। বলেন, নিশ্চয়ই জলে ডোবার সময়, ‘বাবা আমাকে বাঁচাও’ বলেই চিৎকার করেছিল ওইটুকু শিশু। কেন এমনটা করল কে জানে!