রবিবারের মাংস-ভাতের প্ল্যানটা গেল ভেস্তে, মাটন না পেয়ে পচাগলা দেহই দোকানের সামনে ফেলে এল যুবক!
Decomposed Body: রবিবার মাংসের দোকানে গিয়েছিলেন তিনি। ওই দোকানের নিয়মিত গ্রাহক তিনি। কিন্তু রবিবার কোনও কারণে দোকানির সঙ্গে কথা কাটাকাটি হয়। দোকানি বলেন যে তাঁকে মাংস বিক্রি করবেন না।

চেন্নাই: রবিবার মানেই ছুটির দিন। আর দুপুরে জমিয়ে মাংস-ভাত। কিন্তু সেই পরিকল্পনাটা ভেস্তে দিল দোকানি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও মুখের উপরে বলে দিল, মাংস পাওয়া যাবে না। এমন অপমান! রেগেমেগে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক। কবরস্থান থেকে পচাগলা একটি মৃতদেহ তুলে আনলেন। এনে ফেললেন ঠিক মাংসের দোকানের সামনে! দেখ কেমন লাগে এবার!
ভয়ঙ্কর এই কাণ্ড ঘটিয়েছেন তামিলনাড়ুর পালানি চেট্টিপাট্টির বাসিন্দা এক যুবক। রবিবার মাংসের দোকানে গিয়েছিলেন তিনি। ওই দোকানের নিয়মিত গ্রাহক তিনি। কিন্তু রবিবার কোনও কারণে দোকানির সঙ্গে কথা কাটাকাটি হয়। দোকানি বলেন যে তাঁকে মাংস বিক্রি করবেন না।
এতেই রেগে অগ্নিশর্মা যুবক। কবরস্থানে কাজ করেন তিনি। মাংস বিক্রি করতে অস্বীকার করায় ওই যুবক কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে একটি পচাগলা মৃতদেহ বের করেন এবং সেই দেহ নিয়ে গিয়ে মাংসের দোকানের সামনে গিয়ে ফেলে দিয়ে পালিয়ে যান।
এদিকে, মাংসের দোকানের সামনেই মানুষের পচা-গলা দেহ পড়ে থাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে। কিছুক্ষণ বাদে পুলিশ এসে ওই দেহটি নিয়ে যায় এবং কবরস্থানেই দেহটি পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।





