Murder: বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন যুবতী, লজে ডেকে প্রেমিক যা করল…

Lover kills woman: কেরল পুলিশ জানিয়েছে, গত ২২ অগস্ট কেরলের কান্নুরে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান দর্শিতা। তাঁর সঙ্গে ছিল সোনার গয়না ও ৪ লক্ষ টাকা নগদ। কর্নাটক পুলিশের এক আধিকারিক জানান, কিছুদিন আগে থেকে সিদ্দারাজুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছিলেন দর্শিতা। এতে ক্ষুব্ধ হন সিদ্দারাজু। ওই যুবতীকে ডেকে পাঠান।

Murder: বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন যুবতী, লজে ডেকে প্রেমিক যা করল...
প্রেমিকার মুখে রাসায়নিক পাউডার গুঁজে খুনের অভিযোগ

Aug 26, 2025 | 6:21 AM

মাইসুরু: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। প্রেমিকের সঙ্গে গিয়েছিলেন লজে। সেই লজ থেকেই উদ্ধার হল বছর কুড়ির যুবতীর দেহ। মুখে ‘রাসায়নিক পাউডার’ গুঁজে যুবতীকে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি কর্নাটকের মাইসুরুর। মৃত যুবতীর নাম দর্শিতা। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিদ্দারাজু নামে এক যুবককে।

পুলিশ জানিয়েছে, দর্শিতার বাড়ি মাইসুরুর হুনসুর তালুকে। সুভাষ এপি নামে কেরলের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। সুভাষ দুবাইয়ে গাড়ি চালান। তাঁদের বছর দুয়েকের সন্তান রয়েছে। স্বামীর অবর্তমানে মাইসুরুর পেরিয়াপটনা তালুকের সিদ্দারাজুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন দর্শিতা।

কেরল পুলিশ জানিয়েছে, গত ২২ অগস্ট কেরলের কান্নুরে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান দর্শিতা। তাঁর সঙ্গে ছিল সোনার গয়না ও ৪ লক্ষ টাকা নগদ। কর্নাটক পুলিশের এক আধিকারিক জানান, কিছুদিন আগে থেকে সিদ্দারাজুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছিলেন দর্শিতা। এতে ক্ষুব্ধ হন সিদ্দারাজু। ওই যুবতীকে ডেকে পাঠান। ২ জনে লজে থাকার সময় এই নিয়ে বচসা হয়। তখনই মুখে রাসায়নিক পাউডার গুঁজে গিয়ে দর্শিতাকে খুন করেন ওই যুবক।

ঘটনার পরই লজের কর্মচারীদের সিদ্দারাজু বলেন, মোবাইল ফেটে মারা গিয়েছেন দর্শিতা। কিন্তু লজের কর্মীরা কোথাও মোবাইল খুঁজে পাননি। এই নিয়ে প্রশ্ন করলে সিদ্দারাজু বলেন, তিনি জানালা দিয়ে মোবাইল ছুড়ে দিয়েছেন। তখন লজের কর্মীরা আশপাশে খোঁজাখুঁজি করেন। মোবাইল না পাওয়ার পরই পুলিশে খবর দেন।

মাইসুরুর এসপি বিষ্ণুপ্রধান এন জানান, সিদ্দারাজু প্রেমিকাকে খুনের কথা স্বীকার করেছেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাসায়নিক পাউডার পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দর্শিতার শ্বশুরবাড়ির লোকেরা জানিয়েছেন, ২ বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাঁদের পুত্রবধূ। তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, মেয়েকে তাঁর বাবা-মার কাছে রেখে কান্নুর ফিরে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন দর্শিতা। কিন্তু, ফোনে যোগাযোগ করা যায়নি। ফোন বন্ধ ছিল।