
নাগপুর: মর্মান্তিক। বেপরোয়ো ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে স্ত্রীর। রাস্তায় সাহায্যের জন্য চিৎকার করে চলেছেন স্বামী। কিন্তু, কেউ ফিরেও তাকালেন না। শেষে স্ত্রীর দেহ নিজের মোটর বাইকের পিছনে ভাল করে বেঁধে বাড়ি রওনা দিলেন যুবক। হৃদয়বিদারক সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের।
জানা গিয়েছে, গত ৯ অগস্ট রাখিবন্ধনের দিন নাগপুর-জবলপুর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্ত্রী গার্সী যাদবকে বাইকে চাপিয়ে নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের করনপুর যাচ্ছিলেন বছর পঁয়ত্রিশের অমিত যাদব। করনপুরে ওই দম্পতির বাড়ি। কিন্তু, কর্মসূত্রে থাকতেন লোনারাতে। বাড়ি যাওয়ার পথে একটি বেপরোয়া ট্রাক মোটরবাইকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যান গার্সী। ট্রাকটি তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গার্সীর।
দুর্ঘটনার পর সাহায্যের জন্য চিৎকার করেন অমিত। কিন্তু, কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ। তখন নিজের বাইকের পিছনে স্ত্রীর মৃতদেহ ভাল করে বেঁধে করনপুরের উদ্দেশে রওনা দেন অমিত। সেইসময় তোলা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ভিডিয়ো পুলিশই তুলেছিল বলে অনেকে বলছেন।
অমিত স্ত্রীর মৃতদেহ নিয়ে কিছুটা যাওয়ার পর মোটরবাইক থামায় পুলিশের একটি ভ্যান। নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনায় মৃত্যুর একটি মামলা দায়ের করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।