AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manish Sisodia: সিবিআই-কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মণীশ সিসোদিয়া

আবাগারি দুর্নীতি মামলাতেই সিবিআইকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মণীশ সিসোদিয়া।

Manish Sisodia: সিবিআই-কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মণীশ সিসোদিয়া
মণীশ সিসোদিয়া। ছবি সৌজন্যে: PTI
| Updated on: Feb 28, 2023 | 11:11 AM
Share

নয়া দিল্লি: সিবিআইয়ের (CBI) গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। দিল্লির আবগারি দুর্নীতি মামলাতেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েই মঙ্গলবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন মণীশ সিসোদিয়া। জরুরি ভিত্তিতে এদিনই বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

দিল্লির আবগারি দুর্নীত মামলায় রবিবার মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। তারপর সোমবার তাঁকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হলে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। সেই আবেদন মেনে দিল্লি আদালত মণীশ সিসোদিয়াকে ৫ দিনের সিবিআই হেফাজত দেয়। দিল্লি আদালতের সেই রায়ের পরদিনই বড় পদক্ষেপ করলেন মণীশ সিসোদিয়া।

প্রসঙ্গত, দিল্লির উপ-মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি কেজরীবাল সরকারের শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির সমস্ত স্তরের শিশুর শিক্ষার জন্য তিনি একাধিক কাজ করেছেন। সেই কাজ বন্ধ করতেই বিজেপি সরকার ষড়যন্ত্র করে তাঁকে গ্রেফতার করিয়েছে বলে অভিযোগ আপ-এর। দিল্লির আবাগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটে অন্যতম অভিযুক্ত মণীশ সিসোদিয়া। যদিও তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন বলে মণীশ সিসোদিয়ার দাবি। এরপর গত রবিবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করে সিবিআই। দীর্ঘ ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্সেই তাঁকে গ্রেফতার করে সিবিআই।

যদিও মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হতে পারে বলে কিছুদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সিসোদিয়াকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তারপর রবিবার সিবিআই দফতরে যাওয়ার সময় মণীশ সিসোদিয়া নিজেও গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাই নিজের বাড়ি থেকে রোড শো করে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন এবং তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে জানান। অসুস্থ স্ত্রীর জন্য উদ্বেগ প্রকাশও করেন। এরপর মণীশ সিসোদিয়াকে গ্রেফতারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা রাজধানী। জায়গায়-জায়গায় বিক্ষোভ দেখান আপ কর্মী-সমর্থকেরা। ওটা গণতন্ত্রের কালো দিন বলে আখ্যা দেন মণীশ সিসোদিয়া। দিল্লির এই বিক্ষোভের আঁচ বাংলা সহ গোটা দেশে পড়ে। মণীশ সিসোদিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অভিযোগ করে সরব হয় তৃণমূল সহ বিজেপি-বিরোধী দলগুলিও।