Siliguri Bus Accident: পাহাড় থেকে তিস্তার খাদে পড়ল বাস, শিলিগুড়ি থেকে রংপো যাওয়ার পথে মৃত্যু একাধিকের

Rangpo: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যটক বোঝাই বাসটি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল। রংপোর আন্ধেরির কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তিস্তা নদীর খাদে গিয়ে পড়ে সেটি। ঘটনার খবর জানাজানি হতেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় এলাকার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজ শুরু হয়েছে।

Siliguri Bus Accident: পাহাড় থেকে তিস্তার খাদে পড়ল বাস, শিলিগুড়ি থেকে রংপো যাওয়ার পথে মৃত্যু একাধিকের
রংপো যাওয়ার পথে বাস দুর্ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 30, 2024 | 4:50 PM

শিলিগুড়ি: রংপোতে ভয়াবহ বাস দুর্ঘটনা। অটোল সেতু থেকে খাদে পড়ল বাস। মৃত্যু হয়েছে চারজনের। আহত প্রায় কুড়ি জনের কাছাকাছি। জানা যাচ্ছে, শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

ঠিক কী ঘটেছে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যটক বোঝাই বাসটি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল। রংপোর আন্ধেরির কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তিস্তা নদীর খাদে গিয়ে পড়ে সেটি। ঘটনার খবর জানাজানি হতেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় এলাকার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজ শুরু হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কুড়ি জনের কাছাকাছি। তাঁদের নিকতবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। এর পাশাপাশি স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে, জাতীয় সড়কে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যুর খবর আসছে। তবে এই সংক্রান্ত বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা জানানো হয়নি।