কলকাতা: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে গত দু-দিন ধরেই দক্ষিণ-পূর্ব রেলের বালেশ্বর শাখায় একাধিক ট্রেন বাতিল (Train Cancelled) হয়েছে। সোমবারও জনশতাব্দী এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস সহ একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। এবার পূর্ব-মধ্য রেলের সমস্তিপুর শাখায় ট্রেনের রুট নিয়ন্ত্রণ করা হচ্ছে। মূলত, ৬ জুন, মঙ্গলবার থেকে ভাগলপুর-জয়নগর (Bhagalpur-Jaynagar) এক্সপ্রেসটি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
পূর্ব-মধ্য রেল সূত্রে জানা গিয়েছে, সমস্তিপুরে ওভারব্রিজের কাজ চলছে। তার জেরে দিনের কিছুটা সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সেজন্যই মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেমন, আগামী ৬ জুন, ১১ জুন, ১৩ জুন, ১৪ জুন ও ১৬ জুন ১৫৫৫৩ ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস বাচওয়ারা ও সমস্তিপুরের মাঝে ৪৫ মিনিট থামবে। আবার আগামী ৬ ও ৭ জুন ১৫৫৫৩ ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস দালসিং সরাই স্টেশনে ৪৫ মিনিট ও সমস্তিপুর স্টেশনে ৩০ মিনিট দাঁড়াবে। আগামী কয়েকদিন ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস চলাচলে এই বিঘ্ন ঘটার বিষয়টি পূর্ব-মধ্য রেলের তরফে জানিয়ে দুঃখপ্রকাশ করা হয়েছে।
অন্যদিকে, বাহানাগা বাজারে রেললাইন মেরামতির কাজের জন্য আগামী ৬ ও ৭ জুন অর্থাৎ মঙ্গল ও বুধবার একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে- আপ ও ডাউন পুরী-বাংরিপোসি এক্সপ্রেস, ভদ্রক-বালেশ্বর এক্সপ্রেস, ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল, সেকেন্দ্রাবাদ-আগরতলা স্পেশাল, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, আপ ও ডাউন ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, আপ ও ডাউন পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, আপ ও ডাউন পুরী-জলেশ্বর এক্সপ্রেস, আপ ও ডাউন সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস, শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস, আপ ও ডাউন সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস, আনন্দবিহার-পুরী এক্সপ্রেস, পাটনা-পুরী এক্সপ্রেস।
এছাড়া যোগ নগরী হৃষিকেশ-পুরী এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে। এটি ঝাড়সুগুদা রোড-সম্বলপুর হয়ে গন্তব্যে পৌঁছবে। সোমবারও আপ ও ডাউন যোগ নগরী হৃষিকেশ-পুরী এক্সপ্রেসের রুট বদল করা হয়েছিল।