Maoist: মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ১৮২ থেকে কমে এখন ১১, মার্চেই লক্ষ্যপূরণে দৃঢ়সংকল্প কেন্দ্র

Maoist affected districts: মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিংসার পথ ত্যাগ করে ভারতের সংবিধানের উপর আস্থা রাখার ডাক দেন। কিন্তু, এই আহ্বান উপেক্ষা করে যাঁরা অস্ত্র ছাড়বেন না, নিরাপত্তা বাহিনী তাঁদের কড়া হাতে মোকাবিলা করবে বলে জানিয়ে দেন তিনি। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করতে কেন্দ্র যে বদ্ধপরিকর, তা স্পষ্ট করে দেন শাহ।

Maoist: মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ১৮২ থেকে কমে এখন ১১, মার্চেই লক্ষ্যপূরণে দৃঢ়সংকল্প কেন্দ্র
কী বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক?Image Credit source: TV9 Bharatvarsh

Oct 18, 2025 | 6:52 PM

নয়াদিল্লি: ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে মাওবাদী-মুক্ত হবে দেশ। দৃঢ়তার সঙ্গে একথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা যে শুধু কথার কথা ছিল না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি রিপোর্টই তা বলছে। একসময় দেশের যে সব জেলায় মাওবাদী আতঙ্ক বিরাজ করত, সেখানে উন্নয়ন পৌঁছে দেওয়ার অঙ্গীকার নেয় কেন্দ্রীয় সরকার। অনেক মাওবাদী আত্মসমর্পণ করেন। অনেক মাওবাদী যৌথ বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হন। তারই ফলে দেশে মাওবাদী উপদ্রুত জেলার সংখ্যা কমে হয়েছে মাত্র ১১।

২০১৪ সালে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ কেন্দ্রে সরকার গঠন করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র বলছে, মোদী সরকার গঠনের আগে ২০১৩ সালে দেশে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ছিল ১৮২। ২০২৫ সালের অক্টোবরে তা নেমে এসেছে ১১টি জেলায়। এই ১১টি জেলার মধ্যে মাত্র ৩টি জেলা বর্তমানে মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ওই তিনটি জেলাই ছত্তীসগঢ়ের। ওই তিনটি জেলা হল বিজাপুর, সুকমা এবং নারায়ণপুর। এর আগে চলতি বছরের এপ্রিলে ১৮টি জেলা মাওবাদী প্রভাবিত ছিল। অর্থাৎ গত ৬ মাসে দেশের ৭টি জেলা ওই তালিকা থেকে বেরিয়ে এসেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরে এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ৩১২ জন মাওবাদী নিহত হয়েছে। মাওবাদীদের পলিটব্যুরো ও সেন্ট্রাল কমিটির সদস্যও রয়েছেন। এছাড়া ৮৩৬ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত ১৬৩৯ জন মাওবাদী আত্মসমর্পণ করে সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন। আত্মসমর্পণকারীদের মধ্যে মাওবাদীদের এক পলিটব্যুরো সদস্য ও এক কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন।

মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিংসার পথ ত্যাগ করে ভারতের সংবিধানের উপর আস্থা রাখার ডাক দেন। কিন্তু, এই আহ্বান উপেক্ষা করে যাঁরা অস্ত্র ছাড়বেন না, নিরাপত্তা বাহিনী তাঁদের কড়া হাতে মোকাবিলা করবে বলে জানিয়ে দেন তিনি। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করতে কেন্দ্র যে বদ্ধপরিকর, তা স্পষ্ট করে দেন শাহ। অর্থাৎ আর সাড়ে পাঁচ মাসের মধ্যে এই ১১টি জেলাকেও মাওবাদীমুক্ত করাই কেন্দ্রের লক্ষ্য।