High Court: স্ত্রীয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ফেসবুকে পোস্ট, আদালত বলল, ‘বিয়ে করে মাথা কিনে নেননি’

High Court: সেই মামলাই খারিজের আর্জিতে উচ্চ আদালতে দ্বারস্থ হন ওই অভিযুক্ত। বিচারপতি বিনোদ দিবাকরের বেঞ্চে ওঠে সেই মামলা। সেখানেই বিচারপতির এমন ভর্ৎসনার মুখে পড়তে হয় অভিযুক্তকে।

High Court: স্ত্রীয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ফেসবুকে পোস্ট, আদালত বলল, বিয়ে করে মাথা কিনে নেননি
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Mar 22, 2025 | 7:50 PM

লখনউ: ‘বিয়ে করে স্ত্রীয়ের মাথা কিনে নেননি’, আদালতে গিয়ে ভর্ৎসনার মুখে স্বামী। ঘটনা উত্তরপ্রদেশের। ২০২২ সালে মির্জাপুরে স্ত্রীয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি-ভিডিয়ো ফেসবুকে পোস্ট করার অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের ভিত্তি স্বামীর বিরুদ্ধে দায়ের হয় মামলা।

সেই মামলাই খারিজের আর্জিতে উচ্চ আদালতে দ্বারস্থ হন ওই অভিযুক্ত। বিচারপতি বিনোদ দিবাকরের বেঞ্চে ওঠে সেই মামলা। সেখানেই বিচারপতির এমন ভর্ৎসনার মুখে পড়তে হয় অভিযুক্তকে। তার আর্জি খারিজ করেন বিচারপতি। পাশাপাশি তিনি বলেন, এই ধরণের ঘটনা বৈবাহিক সম্পর্কের পবিত্রতাকে নষ্ট করে। একটা মানুষের গোপনীয়তা নষ্ট করে।

বিচারপতির পর্যবেক্ষণ, একজন স্বামীর থেকে আশা করা যায় যে তিনি তার স্ত্রীয়ের বিশ্বাসের দাম বুঝবেন, তার আস্থাকে অটুট রাখবেন। কিন্তু এমন ঘটনা দিনশেষে বৈবাহিক সম্পর্কের মধ্য়ে থাকা সেই বিশ্বাসের জায়গাটাকেই দুর্বল করে দেয়।

তিনি আরও বলেন, একজন স্বামীকে বুঝতে হবে স্ত্রী তার শরীরের আরেক একটি অংশ নয়। সেও একটা ব্যক্তি। তারও অধিকার রয়েছে। তার নিজের চাহিদা রয়েছে। তার শারীরিক গোপনীয়তাকে সম্মান করা শুধু আইনী নিয়ম নয়, বরং তা এক দম্পতির মূল্যবোধও। আর বিয়ে করা মানেই স্ত্রীয়ের মাথা কিনে নেননি। তার মালিকানা ছিনিয়ে নেওয়া নয়।

আদালত সূত্রে জানা গিয়েছে, সেই ব্যক্তি ওই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি-ভিডিয়োগুলি এই প্রথমবার ফেসবুকে পোস্ট করেননি। এর আগেও, একাধিকবার এই কাজ করেছেন তিনি। এমনকি, নিজের আত্মীয়স্বজনদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।