এক রাতের ভাড়া ১০ হাজার টাকা! পাহাড়-সমুদ্র নয়, নিউ ইয়ারে সবাই ছুটছেন এখানেই
Ayodhya Ram Mandir: আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত হোটেল বুক। পূণ্যার্থীদের ঢল নামতেই চড়চড় করে বেড়েছে হোটেলের দামও। বড় হোটেলগুলিতে এক রাতের ভাড়াই ১০ হাজার টাকায় পৌঁছেছে।
অযোধ্যা: রাত পোহালেই বছরের শেষ দিন। তারপর দিনই নববর্ষ। অনেকেরই বিশ্বাস, বছরের প্রথম দিনটা ভালভাবে কাটলে, সারা বছরই ভাল কাটে। সেই কারণেই মন্দিরে পুজো দিতে ভিড় করেন বহু মানুষ। এ বছরে সবথেকে বেশি পূণ্য়ার্থীর ঢল নেমেছে অযোধ্যার রাম মন্দিরে। নতুন বছরেও তার ব্যতিক্রম যে হবে না, তা টের পাওয়া যাচ্ছে এখন থেকেই। অযোধ্যায় রাম মন্দিরে নেমেছে ভক্তদের ঢল।
২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল। প্রথম বর্ষপূর্তি এবার। রাম মন্দিরের উদ্বোধনের মতোই প্রথম বর্ষপূর্তিতেও বিশেষ পুজো-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর বছরের শুরুতেই রামলালার দর্শন করতে নামছে দর্শনার্থীদের ভিড়। অযোধ্য়ায় তিল ধারণের জায়গা নেই।
অযোধ্যার স্থানীয় হোটেল মালিকদের সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত অযোধ্যার সমস্ত হোটেল বুক। পূণ্যার্থীদের ঢল নামতেই চড়চড় করে বেড়েছে হোটেলের দামও। বড় হোটেলগুলিতে এক রাতের ভাড়াই ১০ হাজার টাকায় পৌঁছেছে।
এত সংখ্যক পূণ্যার্থীদের সামাল দিতে বিশেষ ব্য়বস্থা নিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টও। ভক্তদের জন্য রামলালার ‘দর্শনের’ সময় বাড়িয়ে দিয়েছে। অযোধ্যার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজকরণ নায়ার বলেছেন, রাম মন্দির, হনুমানগড়ী, লতা চক, গুপ্তার ঘাট, সুরজকুণ্ড এবং অন্যান্য জনপ্রিয় কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।