অযোধ্যা রাম মন্দির
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায়। অযোধ্যায় বিতর্কিত ২.৭৭ একর জমিতে রাম মন্দির করার অনুমতি দেয় শীর্ষ আদালত। এর জন্য একটি ট্রাস্ট গঠনের নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারকে। সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার কোনও উপযুক্ত জায়গায় পাঁচ একর জমি দিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়ের পর শুরু হয়ে যায় অযোধ্যায় রাম মন্দির নির্মাণের তোড়জোড়। ২০২০ সালের ৫ অগস্ট মন্দিরের ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমি পুজো উপলক্ষে দেশের বিভিন্ন ধর্মীয় স্থান থেকে মাটি ও পবিত্র জল নিয়ে যাওয়া হয় অযোধ্যায়। অবশেষে ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ-বিদেশের বহু বিশিষ্ট অতিথি উপস্থিত হন প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সামিল হতে।