Ayodhya Ram Mandir: শুধু রামলালা নয়, অযোধ্যার রাম মন্দিরে গেলে এবার দর্শন পাবেন ‘অন্য রাম’-র
Ayodhya Ram Mandir: রাম জন্মভূমি ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই বলেন, "মন্দিরের ৯৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। কলসও বসানো হয়ে গিয়েছে। দেবতাদের মূর্তি স্থাপিত হয়েছে মন্দিরে।"

অযোধ্যা: অযোধ্যার রাম মন্দিরে ফের হল প্রাণ প্রতিষ্ঠা। গর্ভগৃহের পর এবার রাম দরবারে ৮টি মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হল আজ। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিন ভোর সাড়ে ৬টা থেকে অনুষ্ঠান শুরু হয়। তিনদিন ধরে চলবে এই অনুষ্ঠান। তিথি মেনে সকাল ১১ টা ২৫ মিনিট থেকে ১১ টা ৪০ মিনিটের মধ্যে রাম দরবারে আট দেব-দেবীর মূর্তির অভিষেক অনুষ্ঠিত হয়। যজ্ঞ, পঞ্চ গব্য ও মন্ত্রোচারণের মাধ্যমে দেবতাদের অভিষেক করা হয়।
২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরে প্রথমবার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। সেই সময় রামলালার মূর্তি মন্দিরের গর্ভগৃহে স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাম দরবারে পূর্ণবয়স্ক রাম, রাজা রাম রূপে প্রতিষ্ঠিত হল। শ্রীরামের পাশাপাশি মা সীতা, সূর্য দেবতা, দেবী দুর্গা, হনুমানজী, সপ্ত ঋষি, অন্নপূর্ণা দেবী সহ একাধিক দেব-দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

রাম দরবারে প্রতিষ্ঠিত হল রাম-সীতার মূর্তি।
রাম জন্মভূমি ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই বলেন, “মন্দিরের ৯৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। কলসও বসানো হয়ে গিয়েছে। দেবতাদের মূর্তি স্থাপিত হয়েছে মন্দিরে। প্রাণ প্রতিষ্ঠার আগে যাবতীয় রীতি-নীতি ও আচার-অনুষ্ঠান পালিত হয়েছে। আজ প্রাণ প্রতিষ্ঠার শেষ দিন।”
তিনি জানান, মন্দিরে আগের মতোই দর্শন চলবে। তবে মন্দিরের দ্বিতীয় তলের মন্দির অর্থাৎ রাম দরবারে দর্শন এখন বন্ধ থাকবে। প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার পুণ্যার্থীরা রাম মন্দিরে আসছেন বলেই তিনি জানান।

