AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir: ৫ জুন ফের প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে রাম মন্দিরে, রামলালা তো চলে এসেছেন, এবার কী হবে?

Ayodhya Ram Mandir: ২০২৪ সালের ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছিল রাম মন্দিরের। সেইদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণপ্রতিষ্ঠা হয় রামলালার। সেই সময় রাম মন্দিরের কেবল গর্ভগৃহই তৈরি হয়েছিল।

Ram Mandir: ৫ জুন ফের প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে রাম মন্দিরে, রামলালা তো চলে এসেছেন, এবার কী হবে?
অযোধ্যা রাম মন্দিরে ফের প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে।Image Credit: PTI
| Updated on: May 31, 2025 | 5:20 PM
Share

অযোধ্যা: আরও এক ইতিহাস তৈরি হতে চলেছে। ফের একবার অযোধ্যার রাম মন্দিরে হতে চলেছে প্রাণপ্রতিষ্ঠা। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। কী হবে রাম মন্দিরে? কেনই বা আবার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে? জেনে নিন সবটা।

২০২৪ সালের ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছিল রাম মন্দিরের। সেইদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণপ্রতিষ্ঠা হয় রামলালার। সেই সময় রাম মন্দিরের কেবল গর্ভগৃহই তৈরি হয়েছিল। এবার রাম মন্দিরের রাম দরবারও তৈরি। আগামী ৫ জুন রাম দরবারে দেবতাদের প্রাণপ্রতিষ্ঠা করা হবে।

৩ জুন থেকে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে। ৫ জুন প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান হবে। ৭ জুন অনুষ্ঠান শেষ হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রাম মন্দিরের প্রধান স্থাপত্যশিল্পী সত্যনারায়ণ বলেন,  “সাড়ে ৪ ফিট উচ্চতার রাম দরবার তৈরি করা হয়েছে। দেবতাদের মূর্তিও সেই অনুযায়ীই তৈরি করা হয়েছে। শ্রীরাম, মা সীতা, সূর্য দেবতা, দেবী দুর্গা, হনুমানজী, সপ্ত ঋষি, অন্নপূর্ণা দেবী সহ একাধিক দেব-দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ভগবান রাম ও সীতার মূর্তি একটি পাথর তৈরি করা হয়েছে। বাকি দেব-দেবীদের মূর্তি অন্য পাথর দিয়ে তৈরি করা হয়েছে।”

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে রাম মন্দিরের বাকি নির্মাণ শেষ হয়ে যাবে। তিনি বলেন, “সব প্রস্তুতি হয়ে গিয়েছে। ওয়াটার প্রুফিং, রিপেলেন্সির মতো গুরুত্বপূর্ণ কাজ চলবে। পরিকল্পনা মাফিকই আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। প্রবেশদ্বারের কাজ প্রায় শে। হয়ে গিয়েছে। সপ্ত মন্দিরের কাজ শেষ হয়ে গিয়েছে। ২০২৫ সালের শেষভাগের মধ্যে রাম মন্দিরের সমস্ত কাজ শেষ হয়ে যাবে।”

ঐতিহ্যশালী নাগারা স্টাইলে রাম জন্মভূমি মন্দির নির্মাণ করা হয়েছে। ১৬১ ফুট উচ্চতার, ২৫০ ফুট চওড়া মন্দিরে মোট ৩৯২টি পিলার ও ৪৪টি দরজা রয়েছে। গর্ভগৃহে রামলালার বালক রূপী মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে।