Ram Mandir: সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে মাথা তুলবে রাম মন্দির, দিনক্ষণ সব জানিয়ে দিলেন শুভেন্দু
Ram Mandir: বুধবার অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন হয় নন্দীগ্রামে। সনাতনীদের পক্ষ থেকে বিভিন্ন মন্দির পুজো দেওয়া হয়।
নন্দীগ্রাম: ২০২৬ সালেই আগেই রাম মন্দির তৈরি হবে। কোথায়, কবে শুরু হবে কাজ, কবে খুলবে মন্দির, জানিয়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। দিঘার ‘জগন্নাথ’ মন্দির খোলার পরই নন্দীগ্রামে ‘রাম মন্দির’ তৈরির কথা ঘোষণা করলেন তিনি।
আসন্ন ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের শাসকদল তৃণমূল ও বিরোধী দল বিজেপির মধ্যে শুরু হয়েছে মন্দিরের লড়াই! এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কয়েকদিন আগেই দিঘায় ‘জগন্নাথ ধামের’ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৫ সালের এপ্রিল মাসের অক্ষয় তৃতীয়ার দিন খোলা হবে ওই মন্দির। কাজও প্রায় শেষের দিকে। ঠিক উল্টো প্রান্তে হলদি নদীর পারে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের সোনাচুড়া মৌজায় প্রায় আড়াই বিঘা জায়গার উপর গড়ে উঠবে রাম মন্দির, বুধবারই এ কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।
বুধবার অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন হয় নন্দীগ্রামে। সনাতনীদের পক্ষ থেকে বিভিন্ন মন্দির পুজো দেওয়া হয়। এদিন গেরুয়া ধ্বজা হাতে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের ভেটুরিয়া থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। পদযাত্রা শেষে মঞ্চে উঠেই ঘোষণা করেন রাম মন্দির তৈরির কথা।
আগামী রাম নবমীর দিন অর্থাৎ ৬ এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। এক বছরের মধ্যে অর্থাৎ ২০২৬ সালের এপ্রিল মাসে খুলে দেওয়া হবে ওই মন্দির। এছাড়াও রাজ্যের একাধিক বিষয় নিয়ে এদিন সরব হন তিনি।