‘আইন মেনেই রাম নবমীর মিছিল হবে’, অস্ত্র নিয়ে টানাপোড়েনের মধ্যে বলছে RSS
RSS on Ram Navami: চাপানউতোরের মধ্যেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তো স্পষ্টই বলছেন, “রাম নবমীর উদ্যোক্তা ভারতীয় জনতা পার্টি নয়। সহযোগী হিসাবে বা রাম ভক্ত হিসাবে সবাই আসেন। ফলে এতে বিজেপির দৃষ্টিভঙ্গির বিষয় নেই।”

শিলিগুড়ি: রাম নবমী নিয়ে তাতছে বঙ্গের মাটি। রাজনৈতিক মহলে চাপানউতোর চলছেই। অস্ত্র নিয়ে রাস্তায় বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা। এমনই কড়া বার্তা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আরএসএস বলছে, আইন মেনেই মিছিল হবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও বলছেন, অস্ত্র নিয়ে মিছিলের প্রশ্নই নেই। শিলিগুড়ির সংঘ চালক হৃষিকেশ সাহা বলছেন, “আমরা যা কিছু করব তা সংবিধান মেনে করব। আমরা যখন অনুমতি নিতে যাব তখন যে যে পয়েন্টের উপর অনুমতি দেওয়া হবে সেই অনুযায়ী করব। অনুমতির বাইরে যাব না।”
চাপানউতোরের মধ্যেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তো স্পষ্টই বলছেন, “রাম নবমীর উদ্যোক্তা ভারতীয় জনতা পার্টি নয়। সহযোগী হিসাবে বা রাম ভক্ত হিসাবে সবাই আসেন। ফলে এতে বিজেপির দৃষ্টিভঙ্গির বিষয় নেই। যে আইনসঙ্গত আর যেটা রাম নমবী উদযাপন সমিতি যে সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী হবে। আমি নিশ্চিত সংবিধান বিরোধী কোনও কাজ রাম নবমী উদযাপন সমিতি করবে না।”
প্রসঙ্গত, রাম নবমীর দিন ইতিমধ্যেই এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন তাবড় তাবড় সব বিজেপি নেতারা। পাল্টা তোপ দাগতে আসরে তৃণমূলও। বিজেপি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সাফ বলেছেন, “পবিত্র দিন নষ্ট করলে বিনা ধোলাইয়ে বাড়ি ফিরবেন না।” এখানেই শেষ নয়। “রাম নবমী তো সবার। বিজেপির কে বলল? দল বললে রাম নমবীর আগে পরে দিন রাত পাহারা দেব।” এ কথাও বলছেন মদন। পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। “আগে সোজা হয়ে দাঁড়াও, তারপর লড়াই করতে এসো।” মদনের বিরুদ্ধে এ ভাষাতেই তোপ দেগেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।





