তুঙ্গে প্রস্তুতি, ১১ তারিখ বিশেষ ঘটনা ঘটবে রাম মন্দিরে! সাক্ষী থাকবে দেশ
Ayodhya Ram Mandir: ২০২৪ সালে রাম মন্দিরের উদ্বোধন হয়। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ-বিদেশ থেকে লক্ষাধিক বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রণ পেয়েছিলেন সেই অনুষ্ঠানে।
অযোধ্যা: চারিদিকে সাজো সাজো রব। নতুনভাবে সেজে উঠছে রাম জন্মভূমি অযোধ্যা। সামনেই যে বড় অনুষ্ঠান। এক বছর পূর্ণ হতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার। আর সেই উপলক্ষেই রাম মন্দিরে আয়োজন করা হয়েছে এক বিরাট অনুষ্ঠানের। মুখ্যমন্ত্রী থেকে তাবড় তাবড় সঙ্গীতশিল্পী- উপস্থিত থাকবেন সকলে।
রাম মন্দিরে আগামী ১১ জানুয়ারি রামলালার অভিষেক করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে তিনদিন ধরে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাম মন্দিরে। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে প্রতিষ্ঠা দ্বাদশী।
প্রসঙ্গত, ২০২৪ সালে রাম মন্দিরের উদ্বোধন হয়। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ-বিদেশ থেকে লক্ষাধিক বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রণ পেয়েছিলেন সেই অনুষ্ঠানে। এবার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে না পারলেও, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামলালার অভিষেক করবেন।
১১তারিখ থেকে শুরু তিনদিনের এই অনুষ্ঠানের প্রথমদিনেই অঙ্গদ টিলায় ভজন গাইবেন বিখ্যাত সঙ্গীতশিল্পী উষা মঙ্গেশকর। ভজন গাইবেন ময়ূরেশ পাই। সোনু নিগম, শঙ্কর মহাদেবনের মতো সঙ্গীতশিল্পীরাও অনুষ্ঠানে ডাক পেয়েছেন। তারাও রাম মন্দিরে যাবেন ভক্তিমূলক গান গাইতে।