নয়া দিল্লি: দাউ দাউ করে জ্বলছে আগুন। নয়ডায় ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়া বেরতে দেখা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে, আগুনের প্রাবল্য যে কতটা, তা বেশ বোঝা যাচ্ছে।
নয়ডার বারোলা গ্রামে বস্তি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলবাহিনী। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভাতে ছুটে গিয়েছেন এলাকায়। সেক্টর ৫০-এর কাছে আগুন লেগেছে। নয়ডার অন্যান্য এলাকা থেকেও দেখা যাচ্ছে সেই আগুন। চিফ ফায়ার অফিসার টিম নিয়ে ছুটে গিয়েছেন সেখানে। সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানা যাচ্ছে।
Major fire breakout near sector-50 Noida.@noida_authority @ndtv @ZeeNews @aajtak @inshorts @noidapolice pic.twitter.com/dBpuvWEkkM
— Akash Vashistha (@Akash_Vashistha) May 4, 2021
এলাকা থেকে সবাইক সরিয়ে দিয়েছে পুলিশ। গত মাসেই এরকম এক ভয়াবহ আগুন লেগেছিল নয়ডায়। সেই অগ্নিকাণ্ডে ২ শিশুর মৃত্যু হয়েছিল। গত ১১ এপ্রিল সেই অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছিল একাধিক ঘর-বাড়ি।