
শিলং: কোথায় গেল টন-টন কয়লা। হাইকোর্টে সেই নিয়ে প্রশ্ন উঠতেই মন্ত্রী মন্তব্যে তোলপাড় রাজনীতি। ঘটনার সূত্রপাত দিন চারেক আগে। মেঘালয়ের অন্যতম দু’টি খনি থেকে অবৈধ ভাবে তুলে ৪ হাজার মেট্রিক টন কয়লা। যা নিয়ে সরব হল সে রাজ্যের হাইকোর্ট। রাজ্য প্রশাসন ও সেই খনির দায়িত্বে থাকা সংস্থাগুলিকে জবাবদিহি করতে বলল আদালত। কোথায় গেল এত পরিমাণ কয়লা? কারাই বা নিয়ে গেল? সেই নিয়ে রিপোর্ট চাইল মেঘালয় হাইকোর্ট।
এরপরেই রিপোর্ট তুলে দেওয়া দূর, বরং তা নিয়ে বিরূপ মন্তব্য করে বসলেন মেঘালয়ের মন্ত্রীসভার সদস্য কির্মেন শিলা। তাঁর যুক্তি, নদী সংলগ্ন খনিগুলি থেকে প্রতিবছরই অতিরিক্ত বৃষ্টির কারণে প্রচুর কয়লা ভেসে ভেসেই পড়শি রাজ্য অসম ও বাংলাদেশে পৌঁছে যায়। কিন্তু তাই বলে ৪ হাজার মেট্রিক টন কয়লা জলের তোড়েই ভেসে যাবে? স্বাভাবিক ভাবেই মন্ত্রীর এই অদ্ভূত যুক্তি ঘিরে শুরু হয় বিতর্ক।
সোমবার শিলংয়ে একটি সাংবাদিক বৈঠক করে তিনি আরও বলেন, ‘আমার এই যুক্তিকে আমি কোনও মতেই ঢাল করার চেষ্টা করছি না। তবে আমাদের এও মনে রাখা প্রয়োজন। দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়েই হয়। তাই এখানে বৃষ্টির কারণে যে কোনও কিছুই ঘটতে পারে। আর সেই বৃষ্টির জল সরাসরি চলে যায় বাংলাদেশে। অসমে ডাকে বন্যা।’
এরপরেই তাঁর সংযোজন, ‘তবে শুধু বৃষ্টিকেই দোষ দিতে পারি না। তবে অবৈধ সেগুলো চালান হয়েছে এমনও কোনও তথ্য নেই। কিন্তু আমরা এটা নিশ্চিত করতে পারি যে কোনও ভাবে অবৈধ খনন যেন সেই খনিগুলি না করা হয়।’