
গুয়াহাটি: রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। গৃহহীন, মানসিক ভারসাম্যহীন সেই যুবতীকে জেল চত্বরে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্ত জেলেরই ২ রক্ষী। ঘটনাটি অসমের শ্রীভূমি জেলার। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। দুই অভিযুক্ত জেলা সংশোধনাগারের রক্ষী। ধৃতদের নাম হরেশ্বর কলিতা এবং গজেন্দ্র কলিতা। তাঁদের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। গুয়াহাটির পাঁজাবাড়ি ও বোরাগাঁওয়ে তাঁদের বাড়ি।
অভিযোগ, শনিবার রাত দেড়টা নাগাদ গৃহহীন ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে জেল চত্বরে টেনে নিয়ে যান দুই রক্ষী। সেখানে গণধর্ষণ করা হয় যুবতীকে। পুলিশের পেট্রলিং টিম তাঁদের ধরে ফেলে।
এক অফিসার জানিয়েছেন, “দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতা যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। মনে করা হচ্ছে, ওই যুবতী রাস্তায় একাই ছিলেন। তারই সুযোগ নেন অভিযুক্তরা।”
শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা বলেন, “খবর পেয়েই আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তদের গ্রেফতার করে। মামলা দায়ের হয়েছে।” ধৃত ২ জনকে আদালতে তুলে হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে তিনি জানান। ঘটনাটি ঘিরে শোরগোল পড়েছে শ্রীভূমি জেলায়। ধৃত দুই জেলরক্ষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।