Mark Zuckerberg: ‘ক্ষমা চাইছি’, ভারতের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই বলল জুকারবার্গের মেটা

Jan 15, 2025 | 3:06 PM

Mark Zuckerberg: সম্প্রতি মেটার কর্ণধার মার্ক জুকারবার্গের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। এক সাক্ষাৎকারে জুকারবার্গ বলেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় নির্বাচনে শাসকদলগুলি পরাজিত হয়েছে। তার মধ্যে ভারতও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Mark Zuckerberg: ক্ষমা চাইছি, ভারতের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই বলল জুকারবার্গের মেটা
মার্ক জুকারবার্গ

Follow Us

নয়াদিল্লি: প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কড়া প্রতিক্রিয়া। তারপর সংসদীয় কমিটিতে তলব করার হুঁশিয়ারি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। আর এই হুঁশিয়ারির পরই চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা। জুকারবার্গের মন্তব্যকে অসাবধানতাবশত ভুল বলে উল্লেখ করল তারা। ভারতকে মেটার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে টুইট করলেন সংস্থার ভারতের ভাইস প্রেসিডেন্ট(পাবলিক পলিসি) শিবনাথ ঠুকরাল।

সম্প্রতি মেটার কর্ণধার মার্ক জুকারবার্গের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। এক সাক্ষাৎকারে জুকারবার্গ বলেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় নির্বাচনে শাসকদলগুলি পরাজিত হয়েছে। তার মধ্যে ভারতও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এমনকি, করোনাকালে সরকারগুলির উপর মানুষের আস্থা কমে বলেও তিনি মন্তব্য করেন।

জুকারবার্গের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে চব্বিশের লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ভোটার ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ-র উপর ফের আস্থা রেখেছেন ভারতবাসী।” মেটার কর্ণধারের এমন ভুল তথ্য দেওয়া নিয়ে অসন্তোষও প্রকাশ করেন তিনি। এমনকি, করোনাকালে ভারত সরকার দেশবাসীর জন্য কী কী পদক্ষেপ করেছে, তাও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।

এই খবরটিও পড়ুন

অশ্বিনী বৈষ্ণবের পর জুকারবার্গের মন্তব্য নিয়ে সরব হন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান। ভুল তথ্য দেওয়ার জন্য তাঁর কমিটি মেটাকে সমন পাঠাবে বলে জানান তিনি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “এই ভুলের জন্য মেটাকে ভারতীয় সংসদ ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।”

তারপরই অশ্বিনী বৈষ্ণবের টুইটের জবাবে ক্ষমা চাইল মেটা। মেটার ভারতের ভাইস প্রেসিডেন্ট (পাবলিক পলিসি) শিবনাথ ঠুকরাল এক্স হ্যান্ডলে লেখেন, “২০২৪ সালে বিভিন্ন দেশে নির্বাচন নিয়ে মার্কের পর্যবেক্ষণ বিভিন্ন দেশের ক্ষেত্রে সত্যি। কিন্তু, ভারতের জন্য নয়। এই অসাবধানতাবশত ভুলের জন্য আমরা ক্ষমা চাইছি। মেটার জন্য ভারত গুরুত্বপূর্ণ দেশ।”

 

Next Article