Sonia Gandhi on MGNREGA: ‘কেন্দ্র নিজের ক্ষমতা তুলে নিচ্ছে’, জিরামজিকে ‘কালো আইন’ বলে কটাক্ষ সনিয়ার

MGNREGA Vs GRAMG: সনিয়ার কথায়, 'রাজনৈতিক স্বার্থে নয়, সাধারণ মানুষ তথা জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এই আইন তৈরি করা হয়েছিল। কিন্তু আজ সেই স্বার্থেই আঘাত আনা হচ্ছে।' নেত্রীর অভিযোগ, একদিকে মহাত্মা গান্ধীর নামের উপর 'বুলডোজ়ার' চালানো হচ্ছে। সঙ্গে কারা কর্মসংস্থান পাবেন, কতটা কাজ দেওয়া হবে, কোথায় কাজ দেওয়া হবে, সেই সকল ক্ষমতা নিজের হাতে তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

Sonia Gandhi on MGNREGA: কেন্দ্র নিজের ক্ষমতা তুলে নিচ্ছে, জিরামজিকে কালো আইন বলে কটাক্ষ সনিয়ার
কংগ্রেস নেত্র্রী সনিয়া গান্ধীImage Credit source: নিজস্ব চিত্র

|

Dec 20, 2025 | 9:16 PM

নয়াদিল্লি: লোকসভা পাশ, রাজ্যসভাতেও পাশ। মোদী সরকারের প্রস্তাবিত নয়া ‘জিরামজি’ বিল এখন চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সই করলেই এই বিল পরিণত হবে আইনে। তার পর মনরেগার ‘অস্তিত্ব’ সম্পূর্ণ ভাবে হারিয়ে যাবে বলেই অভিযোগ বিরোধীদের। শীতকালীন অধিবেশনের শেষ দিকে এই নিয়ে শাসক শিবিরের বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছেন বিরোধী সাংসদরা। কলকাতা থেকে বিজেপির বিরুদ্ধে ‘গান্ধীজির’ নাম মুছে দেওয়ার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার এই নয়া বিল নিয়ে সরব হলে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীও।

ভিডিয়ো বার্তায় সনিয়ার বক্তব্য, ‘মনরেগার উপর বুলডোজ়ার চালানো হচ্ছে। এই ঘটনা সত্যিই খুব দুঃখজনক। গত ১১ বছর ধরে এই প্রকল্পকে দুর্বল করে আসলেই মোদী সরকার লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক, ভূমিহীন মানুষের স্বার্থে আঘাত এনেছে।’ এমনকি, করোনাকালে যে প্রকল্পের মাধ্য়মে দেশের কোটি কোটি মানুষের পেটে দু-মুঠো ভাতের জোগান দিয়েছিল, আজ সেই প্রকল্পকেই ‘ব্য়াকফুটে’ ফেলা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

২০ বছর আগে মনমোহন সিংয়ের জমানায় কংগ্রেস সরকার এই ‘সাড়াজাগানো’ মনরেগা আইন তৈরি করেছিল। সনিয়ার কথায়, ‘রাজনৈতিক স্বার্থে নয়, সাধারণ মানুষ তথা জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এই আইন তৈরি করা হয়েছিল। কিন্তু আজ সেই স্বার্থেই আঘাত আনা হচ্ছে।’ নেত্রীর অভিযোগ, একদিকে মহাত্মা গান্ধীর নামের উপর ‘বুলডোজ়ার’ চালানো হচ্ছে। সঙ্গে কারা কর্মসংস্থান পাবেন, কতটা কাজ দেওয়া হবে, কোথায় কাজ দেওয়া হবে, সেই সকল ক্ষমতা নিজের হাতে তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

বৃহস্পতিবার সংসদে ধ্বনিভোটে পাশ হয়ে যায় ‘জিরামজি’ বিল। বিরোধীরা সুর চড়ায়, কিন্তু জায়গা পায় না। তবে এই বিলের বিরুদ্ধে লড়াই এখনও থামেনি বলেই বার্তা দিয়েছেন কংগ্রেস নেত্রী। ভিডিয়ো বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এই কালো আইনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। গ্রামের গরিব মানুষের অধিকার ক্ষুণ্ণ করে এমন যে কোনও ধরনের পদক্ষেপের আমরা বিরোধিতা করি।’