Domestic Workers Wage: গৃহ-পরিচারিকাদের জন্যও তৈরি হবে আইন? ভাবছে এই রাজ্য

Minimum Wage For Domestic Workers: প্রতিবেদন অনুযায়ী, শুধুই গৃহ পরিচারিকা নয়, সমস্ত রকমের অস্থায়ী কর্মীদেরও এই বিলের আওতায় নিয়ে আসতে চলেছে ওই রাজ্যের সরকার। যার ভিত্তিতে নিয়োগকর্তা ও অস্থায়ী কর্মীর মধ্যে স্বাক্ষর হবে লিখিত চুক্তি। সেই চুক্তিতে লেখা থাকবে কত ঘণ্টার কাজ, পারিশ্রমিক এবং সেই বেতন ছাড়া আর কী কী সুবিধা পাওয়া যাবে।

Domestic Workers Wage: গৃহ-পরিচারিকাদের জন্যও তৈরি হবে আইন? ভাবছে এই রাজ্য
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Sep 20, 2025 | 9:21 PM

বেঙ্গালুরু: বাড়ির পরিচারিকাদের জন্য তৈরি হবে শ্রম আইন? কেমন হত যদি গৃহ-পরিচারিকাদের জন্য ন্যূনতম পারিশ্রমিককে সুনিশ্চিত করত রাজ্য সরকার? যদি তারাও পেতে পারতেন বিশেষ কোনও সুবিধা? এই নিয়ে দেশের অন্দরে প্রশাসনিক তরফে ভাবনাচিন্তার ছাপ অতীতে পাওয়া না গেলেও, তা এবার হচ্ছে। ভাবছে কর্নাটক।

সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, এই কেন্দ্রীক একটি খসড়া বিল তৈরি করছে কর্নাটকের শ্রম দফতর। নাম দিয়েছে ‘গৃহ-পরিচারিকা বিল ২০২৫’। তবে এই বিল এখন বিধানসভায় পেশ করেনি তারা। এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এক কথায় বিলের একটা খসড়া তৈরি করেছে কর্নাটকের শ্রম দফতর।

কী রয়েছে সেই বিলে?

প্রতিবেদন অনুযায়ী, শুধুই গৃহ পরিচারিকা নয়, সমস্ত রকমের অস্থায়ী কর্মীদেরও এই বিলের আওতায় নিয়ে আসতে চলেছে ওই রাজ্যের সরকার। যার ভিত্তিতে নিয়োগকর্তা ও অস্থায়ী কর্মীর মধ্যে স্বাক্ষর করতে হবে লিখিত চুক্তি। সেই চুক্তিতে লেখা থাকবে কত ঘণ্টার কাজ, পারিশ্রমিক এবং সেই বেতন ছাড়া আর কী কী সুবিধা পাওয়া যাবে। তাছাড়াও এই সংক্রান্ত একটি সরকারি পোর্টালও তৈরি করা হবে বলে খবর।

নিয়ম-নীতি তো তৈরি হল, কিন্তু তা পালন হচ্ছে কিনা সেই বিষয়টাও তো কাউকে দেখতে হবে। বিলে উল্লেখ রয়েছে সেই নজরদারির কথাও। বিল পাশ হলে রাজ্য সরকার তরফেই গঠন করা হবে গৃহ পরিচারিকা সামাজিক নিরাপত্তা এবং কল্যাণ বোর্ড। যা গৃহ পরিচারিকাদের নিরাপত্তা প্রদান থেকে তাদের অধিকার বজায় রাখতে সাহায্য করবে। সুনিশ্চিত করবে পারিশ্রমিককে। সঙ্গে গঠন করা হবে একটি তহবিলও।