
নয়া দিল্লি: ফের একবার মক ড্রিল করার নির্দেশিকা দেওয়া হয়েছিল দেশের একাধিক রাজ্যে। তবে প্রশাসনিক কারণে সেই পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে কয়েকটি রাজ্যে। তালিকায় ছিল গুজরাত, পঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর। ইতিমধ্যেই গুজরাত ও রাজস্থানে এই ড্রিল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ মে অর্থাৎ বৃহস্পতিবারই ওই ড্রিল হওয়ার কথা ছিল।
রাজস্থানের স্বরাষ্ট্র দফতর থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে পরবর্তীতে কবে ড্রিল হবে, তা জানানো হবে শীঘ্রই। এই ড্রিলের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন শিল্ড’।
ভারত-পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পরই মক ড্রিল হয়েছিল। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরদিনই, গত ৮ মে দেশের বিভিন্ন রাজ্যে মক ড্রিল হয়েছিল। যুদ্ধ বা সঙ্কটকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে সতর্ক ও সুরক্ষিত থাকবেন, সেটাই শেখানো হয়েছিল। সাইরেন বাজলে সতর্ক হয়ে যাওয়া, নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, লাইট অফ করে দেওয়ার মতো কাজ করতে বলা হয়েছিল। সেই ড্রিল আবারও হওয়ার কথা ছিল।
এবার ফের সাধারণ মানুষকে সতর্ক করার বার্তা দিয়ে ড্রিল করার নির্দেশিকা দেওয়া হয়।