Mock Drill: ১৯৭১-এর পর প্রথমবার, ভারত-পাক অশান্তির আবহে বড় নির্দেশ রাজ্যগুলিকে

Mock Drill: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতার দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Mock Drill: ১৯৭১-এর পর প্রথমবার, ভারত-পাক অশান্তির আবহে বড় নির্দেশ রাজ্যগুলিকে
প্রতীকী ছবিImage Credit source: PTI

May 05, 2025 | 8:18 PM

নয়া দিল্লি: আগামী ৭ মে, বুধবার একাধিক রাজ্যে হবে মক ড্রিল। অশান্তির আবহে এমনই নির্দেশ দেওয়া হল কেন্দ্রের তরফে। কারণ হিসেবে বলা হয়েছে, যে কোনও হামলার পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে, সেই কারণে এই ড্রিল করতে হবে।

যে পরিস্থিতিতে এই নির্দেশ দেওয়া হয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে শেষবার এমন মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছিল ১৯৭১ সালে। অর্থাৎ ঠিক যে বছর ভারত-পাকিস্তান যুদ্ধ হয়, সেবার এমন মহড়ার ব্যবস্থা করা হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা সচিবের সঙ্গেও কথা বলেছেন তিনি। আর তারপরই এই মক ড্রিলের নির্দেশ পৌঁছল রাজ্যে রাজ্যে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। পাক জঙ্গি সংগঠন সেই হামলার দায় নিয়েছে। এরপরই প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যে কোনও প্রান্ত থেকে খুঁজে বের করা হবে জঙ্গিদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়েছেন, কাউকে রেয়াত করা হবে না।

রবিবার রাতের দিকে একেবার যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ময়দানে নামে ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর, রাত ৯টায় ভারত-পাকিস্তান সীমান্তের একদম লাগোয়া ফিরোজপুর ক্যান্টনমেন্টে এই সামরিক মহড়া করে বায়ুসেনা। সীমান্ত লাগোয়া এলাকা হওয়া ঘাঁটি একেবারে অন্ধকার করে দিয়ে মহড়া চালায় সেনা।

এদিকে, গত ১১ দিন ধরে একটানা সীমান্তে গুলিবর্ষন করে চলেছে পাকিস্তান। প্রায় প্রতিদিন রাতেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক সেনা।