Indian US Trade: বোড়ে চালে ভারতের কৃষকদেরই ‘মারতে চান’ ট্রাম্প

Indian US Trade: মোদী বললেন, "কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনও কৃষক, গোপালক, মৎসজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। আমি জানি ব্যক্তিগত ভাবে এর জন্য আমাকে চড়া মূল্য চোকাতে হবে। কিন্তু আমি তার জন্য প্রস্তুত রয়েছি।"

Indian US Trade: বোড়ে চালে ভারতের কৃষকদেরই মারতে চান ট্রাম্প
Image Credit source: Tv9 Graphics

|

Aug 14, 2025 | 3:28 PM

নয়াদিল্লি: হাতে কাঁটায়-কাঁটায় ১৭ দিন। ভারত-আমেরিকা সমঝোতা আলোচনাও কবেই বন্ধ হয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক, এই নিয়ে কোনও সন্দেহ নেই। আর সেই আবহেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, কৃষকদের স্বার্থের সঙ্গে আপস করবে না ভারত। কিন্তু ভারত-মার্কিন শুল্ক সমঝোতায় কৃষক ‘স্বার্থ’ কীভাবে ঢুকে পড়ল? ৭ই অগস্ট। দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে বক্তৃতা দিলে মোদী। তাঁর কথায় উঠল আমেরিকার শুল্ক প্রসঙ্গ। তাও আবার প্রথমবার। এদিকে ট্রাম্প কিন্তু সময় বেঁধে দিয়েছেন। নতুন মাস পড়ার আগেই তিনি ছুড়ে দিয়েছেন শুল্কবাণ। প্রথমে সময় মতো সমঝোতা না করার ‘অভিযোগে’ ২৫ শতাংশ। তারপর রাশিয়ার থেকে তেল কেনার ‘জরিমানা’ স্বরূপ আরও ২৫ শতাংশ। তবে এই দ্বিতীয় পর্যায়ের ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে ২৭ অগস্ট থেকে। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন