
নয়াদিল্লি: হাতে কাঁটায়-কাঁটায় ১৭ দিন। ভারত-আমেরিকা সমঝোতা আলোচনাও কবেই বন্ধ হয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক, এই নিয়ে কোনও সন্দেহ নেই। আর সেই আবহেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, কৃষকদের স্বার্থের সঙ্গে আপস করবে না ভারত। কিন্তু ভারত-মার্কিন শুল্ক সমঝোতায় কৃষক ‘স্বার্থ’ কীভাবে ঢুকে পড়ল? ৭ই অগস্ট। দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে বক্তৃতা দিলে মোদী। তাঁর কথায় উঠল আমেরিকার শুল্ক প্রসঙ্গ। তাও আবার প্রথমবার। এদিকে ট্রাম্প কিন্তু সময় বেঁধে দিয়েছেন। নতুন মাস পড়ার আগেই তিনি ছুড়ে দিয়েছেন শুল্কবাণ। প্রথমে সময় মতো সমঝোতা না করার ‘অভিযোগে’ ২৫ শতাংশ। তারপর রাশিয়ার থেকে তেল কেনার ‘জরিমানা’ স্বরূপ আরও ২৫ শতাংশ। তবে এই দ্বিতীয় পর্যায়ের ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে ২৭ অগস্ট থেকে। ...