Explained: হাম দো, হামারে তিন! ভগবতের মুখে মুসলিমদের নিয়েও সুর বদল

Mohan Bhagwat Remarks on Population: তথ্য বলছে, চিনের জন্মহার নেমে গিয়েছে ১.০৯ এ। যা বিশ্বে সর্বনিম্ন। এককালে এই চিন জনসংখ্য়া নিয়ন্ত্রণে জনগণকে নানা দাওয়াই দিয়েছিল, আজ সেটাই যেন পায়ে কুড়ুল পড়ার মতো পড়েছে।

Explained: হাম দো, হামারে তিন! ভগবতের মুখে মুসলিমদের নিয়েও সুর বদল
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Graphics

|

Sep 02, 2025 | 5:13 AM

নয়াদিল্লি: ‘হাম দো, হামারা তিন’, কানে লাগছে কথাটা? স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ধরে ভারতবাসী শুনে এসেছে হাম দো হামারে দো, এককালে সঞ্জয় গান্ধীর মুখে এই কথা ছড়িয়ে পড়েছিল গোটা দেশজুড়ে। তারপর দিল্লির যমুনা থেকে বাংলার গঙ্গা, কতই না জল বয়ে গিয়েছে। কিন্তু এই হাম দো, হামারে দো মানুষের মনে থেকে গিয়েছে একটা আপ্তবাক্যের মতো। আর আজ সরসঙ্ঘচালক মোহন ভগবত বলছেন, দো নয় তিনের কথা। কিন্তু হঠাৎ করেই জনসংখ্যা নিয়ে কেন এত উদ্বিগ্ন হতে হল তাঁকে? সঙ্ঘের তত্ত্ব শতবর্ষে পা দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। আর সেই আবহেই নাগপুরে আয়োজিত একটি সভায় আরএসএস...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন