
নয়াদিল্লি: ‘হাম দো, হামারা তিন’, কানে লাগছে কথাটা? স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ধরে ভারতবাসী শুনে এসেছে হাম দো হামারে দো, এককালে সঞ্জয় গান্ধীর মুখে এই কথা ছড়িয়ে পড়েছিল গোটা দেশজুড়ে। তারপর দিল্লির যমুনা থেকে বাংলার গঙ্গা, কতই না জল বয়ে গিয়েছে। কিন্তু এই হাম দো, হামারে দো মানুষের মনে থেকে গিয়েছে একটা আপ্তবাক্যের মতো। আর আজ সরসঙ্ঘচালক মোহন ভগবত বলছেন, দো নয় তিনের কথা। কিন্তু হঠাৎ করেই জনসংখ্যা নিয়ে কেন এত উদ্বিগ্ন হতে হল তাঁকে? সঙ্ঘের তত্ত্ব শতবর্ষে পা দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। আর সেই আবহেই নাগপুরে আয়োজিত একটি সভায় আরএসএস...