Monsoon 2023: ৪ জুন বর্ষা ঢুকছে কেরলে, বাংলায় কবে?

Kaamalesh Chowdhury | Edited By: Sukla Bhattacharjee

May 16, 2023 | 4:34 PM

Monsoon: সাধারণত ১ জুন কেরলে পৌঁছয় মৌসুমি বায়ু। তার সঙ্গে সঙ্গেই বর্ষা ঢোকে কেরলে। তবে এবার আগামী ৪ জুন কেরলে ঢুকতে পারে বর্ষা।

Monsoon 2023: ৪ জুন বর্ষা ঢুকছে কেরলে, বাংলায় কবে?
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: পথে দেরি বর্ষার। ঘূর্ণিঝড় ‘মোখা’, পরপর কালবৈশাখী এলেও বর্ষা আসার এখনই কোনও সম্ভাবনা নেই। এবছর কেরলে (Kerala) দেরিতে ঢুকবে বর্ষা (Monsoon)। মঙ্গলবার এমনটাই জানাল মৌসম ভবন। তাহলে কি বাংলাতেও বর্ষা আসতে দেরি হবে? এব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে আবহবিদদের বক্তব্য, কেরলে বর্ষা ঢুকতে দেরি হলে যে বাংলাতেও যে দেরি হবে, এমন কোনও সরাসরি সম্পর্ক নেই।

মৌসম ভবন সূত্রে খবর, সাধারণত ১ জুন কেরলে পৌঁছয় মৌসুমি বায়ু। তার সঙ্গে সঙ্গেই বর্ষা ঢোকে কেরলে। তবে এবার আগামী ৪ জুন কেরলে ঢুকতে পারে বর্ষা। অর্থাৎ এবছর নির্ধারিত সময়ের থেকে দিন তিনেক দেরিতে ঢুকবে বর্ষা। ফলে বাংলাতেও দেরিতে বর্ষা ঢুকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি মৌসম ভবন। তবে সাধারণভাবে গত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে দেখা যাবে, কেরল হয়েই বাংলায় ঢোকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে কেরলে বর্ষা ঢুকতে দেরি হলে বাংলাতেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে নির্ধারিত সময়ের থেকে আরও কয়েকদিন দেরি হবে বলে মনে করা হচ্ছে।

গত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে দেখা যায়, গত বছর নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষা ঢুকেছিল। তার আগে দু-বছর নির্ধারিত সময়ের আশপাশেই কেরলে বর্ষা ঢুকেছে। ২০১৯ সালে বর্ষা ঢুকতে অনেকটা দেরি হয়েছিল। গত কয়েক বছরে কেরলে বর্ষা ঢোকার দিন একনজরে…

২০১৮ – ২৯ মে
২০১৯ – ৮ জুন
২০২০ – ১ জুন
২০২১ – ৩ জুন
২০২২ – ২৯ মে

মৌসম ভবনের পূর্বাভাস মোতাবেক এবছর যদি ৪ জুন কেরলে বর্ষা ঢোকে, তাহলে সেটা গত বছরের তুলনায় খানিক দেরিতে হবে। এবার বাংলাতেও বর্ষা ঢুকতে দেরি হবে কিনা তা এখনই স্পষ্ট নয়। বাংলায় সাধারণত বর্ষা ঢোকার সময় ১১ জুনের মধ্যে। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৭ জুন জলপাইগুড়ি, ৮ জুন শিলিগুড়ি, ১০ জুন সুন্দরবন এবং ১১ জুন কলকাতায় বর্ষা ঢুকতে পারে। তবে সেই সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কতটা সক্রিয় থাকে, তার উপরই বর্ষা ঢোকার বিষয়টি নির্ভর করছেষ ফলে এবার কবে বাংলায় বর্ষা ঢোকে, সেটাই দেখার!

Next Article