জামাইয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক ধরে ফেলেন! জেনে ফেলায় বিয়েই দিয়ে দিয়েছিলেন শ্বশুর
Marriage: দিলশ্বর দারভে আচমকাই গীতা এবং সিকন্দরের মধ্যে ঘনিষ্ঠতার কথা জানতে পারেন। তখনই তাঁর সন্দেহ বাড়ে। দুজনের উপর নজর রাখতে শুরু করেন তিনি। কয়েক দিনের মধ্যেই তাদের হাতেনাতে ধরে ফেলেন।

বিহার: আলিগড়ের শাশুড়ি আর হবু জামাইয়ের প্রেম নিয়ে চর্চা তুঙ্গে। মেয়ের সঙ্গে বিয়ের আগেই হবু জামাইয়ের সঙ্গে উধাও শাশুড়ি। ঠিক ১০ দিন বাকি ছিল বিয়ের। আলিগড়ের মতো ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল বিহারে। আর সেই ঘটনায় জামাইয়ের সঙ্গে স্ত্রীর বিয়েই দিয়ে দিয়েছিলেন শ্বশুর।
গত বছর ভাইরাল হয় সেই বিয়ে। দিলেশ্বর দারভে নামে এক ব্যক্তির স্ত্রী গীতা দেবী তাঁর জামাই সিকন্দর যাদবের প্রেমে পড়েছিলেন। তাঁদের মেয়ের মৃত্যুর পর, গীতা দেবী এবং সিকন্দরের মধ্যে এক অন্য সম্পর্ক শুরু হয়। সিকন্দরের তখন দুই সন্তান।
দিলশ্বর দারভে আচমকাই গীতা এবং সিকন্দরের মধ্যে ঘনিষ্ঠতার কথা জানতে পারেন। তখনই তাঁর সন্দেহ বাড়ে। দুজনের উপর নজর রাখতে শুরু করেন তিনি। কয়েক দিনের মধ্যেই তাদের হাতেনাতে ধরে ফেলেন। সময় নষ্ট না করে, দারভে তাঁর স্ত্রী এবং জামাইয়ের প্রেমের গল্প গ্রাম পঞ্চায়েতের সামনে তুলে ধরেন। সিকন্দরও তাঁর শাশুড়ির সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন। সেই সময় এর ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল।
পরে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, সিকন্দর গীতা দেবীর মাথায় সিঁদুর লাগাচ্ছেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দারভে জানান, তিনি বিয়েটা মেনে নিয়েছেন। তিনি নিজে আদালতে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছেন স্ত্রী ও জামাইয়ের।





