উত্তর প্রদেশ: সূচনা শেঠ এই মুহূর্তে আলোচনার ‘হট টপিক’। সূচনা সেই মা, যিনি তাঁর চার বছরের সন্তানের হত্যাকারী। এমন ঘটনা নিয়ে যখন বিভিন্ন জায়গায় জোর চর্চা, তখন আরও এক মায়ের ঘটনা সামনে এসেছে। অত্যন্ত হৃদয়বিদারক সে ঘটনা। ৬ মাসের সন্তানকে বুকে জড়িয়ে ১৬ তলা থেকে ঝাঁপ মেরেছেন এক মা। গ্রেটার নয়ডার এই ঘটনা।
জানা গিয়েছে, ওই মহিলার নাম সারিকা। সূত্রের খবর, তাঁর স্বামী থাকেন আমেরিকা। সেখানেই চাকরি করেন তিনি। গ্রেটার নয়ডার একটি আবাসনে বাপের বাড়ির লোকজনের সঙ্গে থাকছিলেন সারিকা নামে ওই যুবতী। সেখানে ১৬ তলায় তাঁদের ফ্ল্যাট। ১০ জানুয়ারি বুধবার রাত তখন ১২টা। ৬ মাসের কোলের সন্তান নিয়ে তিনি ফ্ল্যাট থেকে ঝাঁপ দেন।
ওই আবাসনের নিরাপত্তারক্ষী হঠাৎ চিৎকার শুনতে পান। এরপরই ছুটে এসে দেখেন মাটিতে রক্তে ভাসছেন মা ও সন্তান। খবর দেওয়া হয় থানায়। মাটিতে যখন পড়ে তাঁরা, মায়ের আঙুল ধরা ছোট্ট শিশুর। মা-ও জড়িয়েই শিশুকে। এমন দৃশ্যে আবাসনের লোকজন স্তম্ভিত। তড়িঘড়ি মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্য়বস্থা করা হয়। তবে তার আগেই সব শেষ। পুলিশ সূত্রে খবর, মানসিক হতাশায় ভুগছিলেন সারিকা। এর জন্য প্রয়োজনীয় ওষুধও খেতেন তিনি।