
ভোপাল: ভারতে এক দিনের বিশ্বকাপ খেলতে এসে নিগ্রহের শিকার অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। ঘটনা মধ্য প্রদেশের ইন্দোরের। যা ঘিরে উত্তাল গোটা দেশ। নারী নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। গোটা ঘটনায় হতভম্ভ মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও। অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের কাছে ক্ষমা চেয়েছে তাঁরা।
শনিবার সন্ধ্যায় এই শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় একটি প্রেস বিবৃতি জারি করেছে মধ্য় প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাতে তাঁরা জানিয়েছে, ‘এই ঘটনায় আমরা সত্যি শোকস্তব্ধ। কোনও মহিলার এমন নারকীয় অভিজ্ঞতার শিকার হওয়া উচিত নয়। বছরের পর বছর ধরে ইন্দোর নারী নিরাপত্তায় নজির গড়েছে। দেশজুড়ে সম্মান অর্জন করেছে। কিন্তু আজ সেই শহরেই এই ধরনের ঘটনা একেবারে মেনে নেওয়ার মতো নয়।’
इंदौर में ऑस्ट्रेलियाई महिला क्रिकेट टीम की दो खिलाड़ियों के साथ हुई दुर्भाग्यपूर्ण घटना से मन अत्यंत व्यथित, स्तब्ध और दुखी है।
किसी भी महिला को इस प्रकार के अनुचित व्यवहार का सामना नहीं करना चाहिए। प्रभावित खिलाड़ियों के प्रति हमारी गहरी संवेदनाएँ है ।
यह घटना न केवल खिलाड़ियों…— Mahanaaryaman Scindia (@AScindia) October 25, 2025
জানা গিয়েছে, এদিন নিজেদের হোটেল থেকে বেরিয়ে কাছের একটি ক্য়াফেতে যাচ্ছিলেন দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার। সেই সময়ই বাইকে করে এসে এক যুবক তাঁদের শ্লীলতাহানি করেন বলেই অভিযোগ। সঙ্গে সঙ্গে ওই দুই নিগৃহীতা নিজেদের হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তখনই গোটা দলের সুরক্ষার দায়িত্বে থাকা ড্যানি সিমন্স ঘটনাস্থলে পৌঁছন। তিনিই পরে গিয়ে স্থানীয় এমআইজি থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অস্ট্রেলিয়ার দলের জন্য প্রশাসনের তরফে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পাশাপাশি, ভারতে আগত ক্রিকেট দলের কাছে ক্ষমা চেয়েছে মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। গোটা ঘটনার যথাযথ তদন্ত ও অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে বোর্ডের সভাপতি মহার্যমান সিন্ধিয়া। এছাড়াও, ওই দুই নিগৃহীতা অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্র। রেকর্ড করা হয়েছে তাঁদের বয়ান। ভারতীয় ন্যয় সংহিতার ৭৪ ও ৭৮ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।