Mulayam Singh: ‘পরিবার ছারখার করে দিচ্ছে’, বিবাহ বিচ্ছেদের ঘোষণা মুলায়মের ছোট পুত্রের

Mulayam Singh's Younger Son To Divorce Wife: ২০১১ সালে প্রতীক ও অপর্ণার বিয়ে হয়। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। অপর্ণা প্রথমে সমাজবাদী পার্টি করতেন। ২০১৭ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু, বিজেপি প্রার্থীর কাছে হেরে যান। এরপর ২০২২ সালে 'জাতীয়তাবাদের' কথা বলে বিজেপিতে যোগ দেন। বর্তমানে উত্তর প্রদেশের রাজ্য মহিলা কমিশনের ভাইস প্রেসিডেন্ট অপর্ণা।

Mulayam Singh: পরিবার ছারখার করে দিচ্ছে, বিবাহ বিচ্ছেদের ঘোষণা মুলায়মের ছোট পুত্রের
প্রতীক যাদব ও তাঁর স্ত্রী অপর্ণা যাদব (ফাইল ফোটো)Image Credit source: Social Media

Jan 19, 2026 | 9:07 PM

লখনউ: সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট। আর তার জেরেই মুলায়ম সিং যাদবের পরিবারের অন্দরের খবর নিয়ে শোরগোল পড়েছে। প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করবেন তিনি। সমাজবাদী পার্টির বর্তমান প্রধান অখিলেশ যাদব হঠাই সোশ্যাল মিডিয়ায় কেন একথা ঘোষণা করলেন? সোশ্যাল মিডিয়ায় সেকথাও জানিয়েছেন প্রতীক যাদব। কী লিখলেন তিনি?

স্ত্রী অপর্ণা যাদবের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে প্রতীক লিখেছেন, “পরিবারের বিনাশকারী এবং স্বার্থপর।” এখানেই না থেমে প্রতীক লিখেছেন, পরিবার ছারখার করে দিচ্ছেন তাঁর স্ত্রী। অপর্ণা খারাপ মানসিকতার মহিলা বলেও সরব হয়েছেন অখিলেশের ভাই। সোশ্যাল মিডিয়ায় প্রতীক লিখেছেন, “এই স্বার্থপর মহিলার সঙ্গে যত দ্রুত সম্ভব বিবাহ বিচ্ছেদ করতে চাই। সে পরিবারের বন্ধনকে ছারখার করে দিচ্ছে। সে খ্যাতি ও প্রভাবশালী হতে চায়। এখন আমি খুবই খারাপ মানসিক অবস্থার মধ্যে রয়েছি। এতে তার কিছু যায় আসে না। কারণ, সে শুধু নিজেকে নিয়ে ভাবে। এমন খারাপ মনের মানুষ কখনও দেখিনি। তাকে বিয়ে করা দুর্ভাগ্যজনক ছিল।”

প্রতীকের এই পোস্ট ঘিরে শোরগোল পড়ার পরই অপর্ণার ভাই আমন বিস্ত দাবি করেন, প্রতীকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। প্রতীক অবশ্য তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে কি না, এই নিয়ে মুখ খোলেননি। ফলে যাদব পরিবারের অন্দরমহল নিয়ে জল্পনা বাড়ছে।

২০১১ সালে প্রতীক ও অপর্ণার বিয়ে হয়। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। অপর্ণা প্রথমে সমাজবাদী পার্টি করতেন। ২০১৭ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু, বিজেপি প্রার্থীর কাছে হেরে যান। এরপর ২০২২ সালে ‘জাতীয়তাবাদের’ কথা বলে বিজেপিতে যোগ দেন। বর্তমানে উত্তর প্রদেশের রাজ্য মহিলা কমিশনের ভাইস প্রেসিডেন্ট অপর্ণা। প্রতীকের বিবাহ বিচ্ছেদের ঘোষণার সঙ্গে রাজনীতির কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে অবশ্য কেউ মুখ খোলেননি। প্রতীক নিজে রাজনীতির সঙ্গে যুক্তও নন।