Gujarat Earthquake: রাতে একবার, সকালে আটবার! ভূমিকম্পের জেরে জেলাজুড়ে দুলুনি!
Multiple Tremour in Gujarat: এরপর কয়েক মিনিটের ব্যবধানে সাতবার ভূমিকম্প। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৮টা বেজে ৩৪ মিনিট পর্যন্ত মোট ন'বার কম্পন অনুভব করল গুজরাটের বাসিন্দারা। যার সর্বোচ্চ কম্পন মাত্রা ছিল ৩.৮। সর্বনিম্ন ২.৭। কিন্তু আচমকা এই কম্পনের কারণ কী?

আমেদাবাদ: পরপর কম্পন, একদিকে শীতের কাঁপুনি। তার মধ্যে মৃদ্যু দুলুনি — সব মিলিয়ে উত্তেজনা পরিস্থিতি গুজরাটজুড়ে। মোট ১২ ঘণ্টায় সেখানে ন’বার ভূমিকম্প হয়েছে বলেই জানিয়েছে আইএসআর বা ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চ। গুজরাটে রাজকোটের একাধিক এলাকায় এই ভূকম্পন টের পাওয়া গিয়েছে। তবে কম্পনের মাত্রা কম থাকায় ক্ষয়ক্ষতি কিছু হয়নি বললেই চলে।
আইএসআর প্রদত্ত তথ্য অনুযায়ী, রাত ৮টা বেজে ৪৩ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩। এই প্রথম কম্পনের এপিসেন্টার হিসাবে চিহ্নিত হয়েছে গুজরাটের ওই রাজকোট জেলার উপলেতা শহর থেকে ৩০ কিলোমিটার দূরের একটি এলাকা। তবে এই কম্পনটা সর্বোচ্চ নয়। শুক্রবার সকালের দিকে সবচেয়ে বেশির মাত্রার কম্পন ধরা পড়েছে রিখটার স্কেলে। আইএসআর-এর আধিকারিকরা জানিয়েছেন, সকাল ৬টা বেজে ১৯ মিনিটে একটি ৩.৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
এরপর কয়েক মিনিটের ব্যবধানে সাতবার ভূমিকম্প। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৮টা বেজে ৩৪ মিনিট পর্যন্ত মোট ন’বার কম্পন অনুভব করল গুজরাটের বাসিন্দারা। যার সর্বোচ্চ কম্পন মাত্রা ছিল ৩.৮। সর্বনিম্ন ২.৭। কিন্তু আচমকা এই কম্পনের কারণ কী?
ইন্ডিয়া টুডেকে আইএসআর-এর আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত এতবার হওয়া ভূমিকম্পের কারণ ঠাওর করা যায়নি। তবে যেহেতু প্রতিটি কম্পন রিখটার স্কেলে ৪ মাত্রার নীচে ছিল। সেহেতু এই নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই বলেই মত বিশেষজ্ঞদের। যদিও এই লাগাতর কম্পনের পর রাজকোট জুড়ে একদিনের জন্য বন্ধ হয়েছে একাধিক স্কুল-কলেজ। পড়ুয়াদের স্বার্থে তাঁদের বাড়িতে থাকা পরামর্শ দিয়েছে বহু বেসরকারি স্কুল ও কলেজ।
