
মুম্বই: অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্পাইসজেটের বিমান। ওড়ার সময়েই খুলে গেল বিমানের চাকা। মুম্বই বিমানবন্দরের ঘটনা। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানের প্রত্যেক যাত্রী নিরাপদে রয়েছেন। একটি বিমানের ৬টা চাকা থাকে। গুজরাটের কালনা বিমানবন্দর থেকে ঠিক ওড়ার সময়ে রানওয়েতেই পড়ে যায়।
পরবর্তী সময়ে বিমানবন্দরের কর্মীরা সেটা দেখতে পান। দ্রুত তাঁরা সেই চাকা সংরক্ষিত করে অফিসে জানান। কালনা বিমানবন্দর থেকে যোগাযোগ করা হয় মুম্বই বিমানবন্দরের সঙ্গে। ফুল এমার্জেন্সিতে অর্থাৎ সর্বোচ্চ জরুরিকালীন পরিস্থিতিতে ওই বিমানটি মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। অত্যন্ত তৎপরতার সঙ্গে চালক মুম্বই বিমানবন্দরে বিমানটি নামান।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ল্যান্ডিং গিয়ারে সমস্যা থাকলে, অনেক সময়েই বিমানে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বিমানের একটি চাকাই খুলে যায়। সেক্ষেত্রে পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে, অত্যন্ত তৎপরতার সঙ্গে বিমানটিকে অবতরণ করেন।
বিমানের প্রত্যেক যাত্রীকে নিরাপদে বিমান থেকে বের করে আনা সম্ভব হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। তবে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে তাঁদের অন্য বিমানে গন্তব্যে পাঠানো হয়। প্রথমে কিছুক্ষণের জন্য বিভ্রাট ঘটলেও, বর্তমানে মুম্বই বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক।
উল্লেখ্য, অতি সম্প্রতি গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ভয়াবহতায় কেঁপে উঠেছিল গোটা দেশ। প্রত্যেক বিমানবন্দর কর্তৃপক্ষ এখন বিমান রক্ষণাবেক্ষণেও নজরদারি বাড়িয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরাই বলছেন, যদি গুজরাটের কালনা বিমান বন্দরের কর্মীরা চাকা খুলে যাওয়ার বিষয়টি লক্ষ্য না করতেন, তাহলে অবতরণের সময়ে বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল।