Train Collides With Truck: হোলির ভোরে রেল দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রেন, উড়ে গেল গাড়ির চাকা

Train Collides With Truck: ভোরের আলো ফুটতেই টানটান উত্তেজনা। একেবার সিনেমার দৃশ্য। হাঁ করে দাঁড়িয়ে দেখল জনতা।

Train Collides With Truck: হোলির ভোরে রেল দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রেন, উড়ে গেল গাড়ির চাকা
দুর্ঘটনাস্থলের ছবিImage Credit source: ANI

|

Mar 14, 2025 | 4:00 PM

মুম্বই: প্রথমে রেলের লেভেল ক্রসিংয়ে গিয়ে ধাক্কা ট্রাকের। তারপরই দুর্ঘটনাগ্রস্থ ট্রাককেই সজোরে এসে ধাক্কা মারল এক্সপ্রেস ট্রেন। হোলির ভোরে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের জলগাঁওয়ে। ভোরের আলো ফুটতেই তৈরি টানটান উত্তেজনা। একেবার সিনেমার দৃশ্য। হাঁ করে দাঁড়িয়ে দেখল জনতা।

ঠিক কী ঘটেছে?

মহারাষ্ট্রে ভয়াবহ রেল দুর্ঘটনা। আটকে পড়া ট্রাকে গিয়ে সরাসরি ধাক্কা মেরেছে মুম্বই-অমরাবতী এক্সপ্রেস। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোর সাড়ে ৪টা নাগাদ জলগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলের লেভেল ক্রসিংয়ে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ধাক্কার জেরে একেবারে দুমরে মুচড়ে যায় সেই ক্রসিংয়ের বারটি। যার জেরে সেখানেই আটকা পড়ে ট্রাকটি।

সেই সময়ই আবার ছুটে আসছিল মুম্বই হয়ে অমরাবতীগামী একটি এক্সপ্রেস ট্রেন। তবে সামনে যে কিছু একটা সমস্যা হয়েছে, তা দূর থেকে টের পেয়ে যায় এক্সপ্রেস ট্রেনের চালক। সঙ্গে সঙ্গে ব্রেক মারেন তিনি। কিন্তু তাতেও ঠেকানো গেল না বিপদ। অত্যাধিক গতির কারণে ট্রাকটিতে গিয়ে ধাক্কা মারে ট্রেনটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রেল ক্রসিংয়ে ধাক্কা মেরেই ট্রাক থেকে নেমে গিয়েছিলেন সেটির চালক ও খালাসি। অন্যদিকে, আগাম টের পেয়ে ট্রেনের গতি কমানোয় প্রাণে বেঁচে গিয়েছেন খোদ লোকো পাইলটও। তবে এই দুর্ঘটনার জেরে সকাল ১০.২০ পর্যন্ত ব্যাহত হয় রেল পরিষেবা। চলে সারাইয়ের কাজ।