
নয়াদিল্লি: দীর্ঘ টানাপোড়েন। বারংবার আমেরিকার শীর্ষ আদালতে ‘রানার-আর্জি’র পরও হল না কাজ। অবশেষে ভারতেই ফিরতে হল ২৬/১১ সন্ত্রাস হামলার মূল চক্রী তাহাউর রানাকে। বুধবারই তাঁকে বিশেষ বিমানে চড়িয়ে আমেরিকা থেকে রওনা দিয়েছিলেন তদন্তকারীরা। অনুমান ছিল বৃহস্পতিবার সকালেই ভারতে নামবে সেই বিমান। তবে তা পৌঁছল বেলা গড়িয়ে বিকেলে। অবশেষে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে আমেরিকায় গ্রেফতার হওয়ার প্রায় ১৬ বছর পর ভারতে প্রত্যপর্ণ তাহাউর রানার।
তাহাউরের প্রত্যপর্ণের আগেই ‘বরণ-ডালা’ সাজিয়ে ফেলেছে NIA। জানা গিয়েছে, ভারতে পা রাখা মাত্রই তাঁকে তোলা হতে পারে NIA-এর বিশেষ আদালতে। আর ওই বিশেষ আদালতে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের যেন অভাব না হয়, সেই কারণে আগেভাগেই মুম্বই হামলা ও তাহাউরের যোগসাজোশ সংক্রান্ত প্রয়োজনীয় কেস ফাইল ও রের্কড করা বয়ান আদালতে জমা দিয়েছে তদন্তকারীরা।
কিন্তু নয়াদিল্লি বিমানবন্দরে নামার পরেও একটা শঙ্কা তো থাকছেই। বিমানবন্দর থেকে কোন পথে বিশেষ আদালতে রানাকে নিয়ে যাবে NIA? কিংবা সেই টুকু পথ কতটা নিরাপত্তা মোড়কে রাখা হবে? সেই নিয়ে রয়ে গিয়েছে প্রশ্ন।
নয়াদিল্লি তরফে সূত্রে খবর, তাহাউরের প্রত্যপর্ণ নিয়ে আঁটোসাঁটো নিরাপত্তা রাজধানী জুড়ে। বেশ কিছু এলাকায় মোতায়েন হয়েছে বাড়তি পুলিশ। এছাড়াও বিমানবন্দরে আগে থেকেই দাঁড় করানো হয়েছে SWAT কমান্ডারদের। পাশাপাশি, যে বুলেটপ্রুফ গাড়িতে রানাকে নিয়ে দেবে পুলিশ। তার আগুপিছুতে রাখা হবে অস্ত্র বোঝাই সেনার বিশেষ গাড়ি।