Tahawwur Rana Extradition: তাজ হোটেলের মতোই কুম্ভ মেলাতেও হামলার ছক কষেছিলেন রানা! প্রকাশ্যে বড় তথ্য

Tahawwur Rana Extradition: প্রসঙ্গত, দেশের বুকে এখন 'রানার-শঙ্কা' কেটেছে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মুম্বই হামলার মূল চক্রীকে দেশে 'টেনে এনেছে' নয়াদিল্লি। সূত্রের খবর, বৃহস্পতির বিকালে ভারতে নেমেছে তাহাউরের বিমান।

Tahawwur Rana Extradition: তাজ হোটেলের মতোই কুম্ভ মেলাতেও হামলার ছক কষেছিলেন রানা! প্রকাশ্যে বড় তথ্য
প্রতীকী ছবিImage Credit source: X | PTI

|

Apr 10, 2025 | 5:29 PM

নয়াদিল্লি: যখন তাহাউরের প্রত্যপর্ণের জন্য আইনি পথে নামছে নয়াদিল্লি। সেই সময়কালেও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসের ছক কষেছিলেন এই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী। হামলা করার পরিকল্পনা করছিলেন কুম্ভমেলায়, এমনটাই দাবি এক NIA অফিসারের।

‘লক্ষ্মী বারে’ যখন তাহাউর রানাকে অবশেষে আমেরিকা হয়ে দেশে ফেরাতে সফল হল নয়াদিল্লি। সেই আবহেই সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে একটি সাক্ষাৎকার NIA-এর উচ্চ পদমর্যাদার তদন্তকারী লোকনাথ বেহেরা জানালেন, ২০২১ সালে হরিদ্বারে আয়োজিত কুম্ভমেলাতেও নাশকতার ছক কষেছিলেন তাহাউর। এমনকি, তার জন্য দক্ষিণ ভারতের কোচিন এলাকা থেকে বেশ কিছু সন্ত্রাসবাদীকেও নিয়োগ করেছিলেন তিনি।

উল্লেখ্য, ২০০৯ সালে মুম্বই হামলায় মদত দেওয়ার অভিযোগে আমেরিকায় গ্রেফতার হন তাহাউর রানা। সেই মামলায় ২০১৩ সালে ১৪ বছরের সাজাও হয় তাঁর। কিন্তু সাত বছর জেল খাটার পরেই তাহাউরকে রেহাই দেয় মার্কিন প্রশাসন। ২০২০ সালে স্বাস্থ্যের অবনতির কারণে জেলমুক্তি হয় রানার। কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি সেই মুক্তি পর্ব। রানার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে যথাযথ সাক্ষ্যপ্রমাণ নিয়ে তাঁকে ভারতে ফেরাতে মার্কিন আদালতে দ্বারস্থ হয় নয়াদিল্লি। সেই মামলার জেরেই আবার জেলে ফিরতে হয় রানাকে। তবে কি সেই ক্রোধেই আবার নতুন করে ভারতে হামলার ছক কষেছিলেন রানা?

প্রসঙ্গত, দেশের বুকে এখন ‘রানার-শঙ্কা’ কেটেছে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মুম্বই হামলার মূল চক্রীকে দেশে ‘টেনে এনেছে’ নয়াদিল্লি। সূত্রের খবর, বৃহস্পতির দুপুরে ভারতে নেমেছে তাহাউরের বিমান। কড়া নিরাপত্তার মোড়কে তাঁকে নিয়ে যাওয়া হতে পারে NIA-এর বিশেষ আদালতে। সেখানে বিচারপ্রক্রিয়া শুরু করতে আগেভাগেই কেস ডায়রি ও রেকর্ড বয়ান জমা দিয়েছে তদন্তকারীরা। আপাতত তিহাড় জেলেই রাখা হবে তাঁকে।