Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muslim Quota Bill: সরকারি বরাতে মুসলিম ঠিকাদারদের জন্য বিশেষ সংরক্ষণ, বিধানসভায় বিল পাস হতেই ক্ষেপল বিজেপি

Muslim Quota Bill: তবে বিজেপির এই সকল অভিযোগকে নস্যাৎ করেছে কর্নাটকের কংগ্রেস বিধায়করা। যখন বিরোধীদের মুখে তাদের বিরুদ্ধে উঠছে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ।

Muslim Quota Bill: সরকারি বরাতে মুসলিম ঠিকাদারদের জন্য বিশেষ সংরক্ষণ, বিধানসভায় বিল পাস হতেই ক্ষেপল বিজেপি
কর্নাটক বিধানসভাImage Credit source: X
Follow Us:
| Updated on: Mar 21, 2025 | 2:43 PM

বেঙ্গালুরু: সরকারি বরাতেও মিলবে সংরক্ষণ। শুক্রবার এই প্রস্তাবেই কর্নাটকে পাস হয়ে গেল বিল। আর তারপরেই উত্তাল হল বিধানসভা।

কী এই নতুন বিল?

রাজ্য়ে মুসলিম সম্প্রদায়ভুক্ত ঠিকাদারদের জন্য এই নতুন বিল আনল কর্নাটকের সরকার। যার মাধ্যমে সরকারি বরাতের নিলামিতে ৪ শতাংশ সংরক্ষণ পাবে এই নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষরা। আর তাতেই চটল বিজেপি। বিধানসভার ওয়েলে নেমে চলল স্লোগান, বিক্ষোভ। এমনকি, অধ্যক্ষের আসনের ওঠার চেষ্টা করল তারা। ছিঁড়ে উড়িয়ে দেওয়া হল কাগজ।

এই প্রসঙ্গে সে রাজ্যের বিজেপি বিধায়ক ভারত শেট্টি বলেন, ‘মধুচক্র-কাণ্ড নিয়ে আলোচনা করার পরিবর্তে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মুসলিমদের সংরক্ষণের বিল আনতে বেশি উদ্যত্ত। সেই কারণেই আমরা প্রতিবাদ করি। তার পাল্টা শাসকদলের বিধায়করা আমাদের লক্ষ্য করে বই ছোড়ে, সরকারি কাগজ ছিঁড়ে ফেলে।’

তবে বিজেপির এই সকল অভিযোগকে নস্যাৎ করেছে কর্নাটকের কংগ্রেস বিধায়করা। যখন বিরোধীদের মুখে তাদের বিরুদ্ধে উঠছে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ। সেই আবহে কংগ্রেস বিধায়কদের পাল্টা দাবি, ‘রাজ্যের সংখ্যালঘুদের সামাজিক ন্যায় ও আর্থিকভাবে মজবুত করতেই এই বিল নিয়ে আসা।’

উল্লেখ্য, গতকাল থেকেই ধাপে ধাপে রাজনৈতিক পারদ চড়েছে কর্নাটকে। মধুচক্রে নাকি ফেঁসে গিয়েছেন কর্নাটকের তাবড় তাবড় মন্ত্রী থেকে বিধায়করা। বিধানসভায় এই হানিট্র্যাপ প্রসঙ্গ উঠতেই হাটে হাঁড়ি ভেঙেছেন সে রাজ্যের সমবায় মন্ত্রী কেএন রাজন্য। শুধু তিনিই নয়, এই মধুচক্রের ফাঁদে আরও ৪৮ জন পা দিয়েছেন, বলে দাবি করেন তিনি।